নারীদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে রেকর্ড সংখ্যক দর্শকের সামনে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল ইংল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ গুণে গুণে আটবার বল ঢুকিয়েছে ইংলিশ মেয়েরা। টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র দল দল হিসেবে মূল পর্বে এক ম্যাচ ৮ গোল করলো ইংল্যান্ড।
সোমবার (১১ জুলাই) ব্রাইটনের মাঠে নরওয়ের বিপক্ষে ৮-০ গোলে হারায় ইংল্যান্ড। এই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দলটি।
আসরের উদ্বোধনী ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে রেকর্ড ৬৮ হাজার ৮৭১ জন দর্শকের সামনে অস্ট্রিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। তবে সেই ম্যাচে জয়টা ইংলিশ মেয়েদের জন্য ছিল কষ্টার্জিত।
নরওয়ের বিপক্ষে প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। জর্জিয়া স্ট্যানওয়ে ১২তম মিনিটে প্রথম গোল করেন। এর তিন মিনিট পর ব্যবধান বাড়ান লরেন হেম্প।
১৫ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ডের হয়ে প্রথমার্ধেই দুইটি করে গোল করেন অ্যালেন হোয়াইটস ও মিড। ম্যাচের ৮১তম মিনিটে নরওয়ের জালে শেষ পেরেক ঢুকিয়ে দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন মিড।
এই নিয়ে টানা ১৬ ম্যাচ অপরাজিত রইল ইংল্যান্ড, যা তাদের ইতিহাসের সেরা ধারাবাহিকতা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর