সর্বশেষ ২০২১-২২ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে আর্মব্যান্ড ছিল হ্যারি ম্যাগুয়েরের হাতে। নতুন মৌসুমে নতুন কোচের অধীনেও তার হাতেই থাকছে অধিনায়কের আর্মব্যান্ড। বিষয়টি নিশ্চিত করেছেন রেড ডেভিলদের নতুন কোচ এরিক টেন হ্যাগ।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ওলে গানার সোলশারের অধীনের ইউনাইটেডকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান হ্যারি ম্যাগুয়ের। র্যালফ র্যাঙনিকও তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি। এবার এরিক টেন হ্যাগের অধীনের অধিনায়কত্বের দায়িত্ব থাকছে ম্যাগুয়েরের কাঁধেই।
সর্বশেষ মৌসুমে মোটেও ভালো কাটেনি ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে ৬ষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করে রেড ডেভিলরা। চ্যাম্পিয়নস লিগে সুযোগ না পাওয়া দলটি শঙ্কায় আছে রোনালদোকে হারানোর।
ইতিমধ্যেই দলটির সর্বশেষ মৌসুমের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। শেষ পর্যন্ত কোন ক্লাব তার ঠিকানা হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
এদিকে অধিনায়কের দায়িত্ব ভার হ্যারি ম্যাগুয়েরের উপর থাকায় মোটেও খুশি নন সাবেক ইউনাইটেড মিডফিল্ডার লুক চ্যাডউইক। তিনি বলেন, “অধিনায়ক হিসেবে ম্যাগুয়ের মোটেও ভালো করছে না। ইউনাইটেডের অধিনায়কের দায়িত্ব নেওয়া অনেক বড় ব্যাপার। বিষয়টি সে মোটেও সামলাতে পারছে না।”
হ্যারি ম্যাগুয়েরকে বদলিয়ে নতুন কাউকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া উচিত ছিল মত তার। তবে টেন হ্যাগের আস্থা ওই ম্যাগুয়েরেই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর