তিন টন খাবার নিয়ে রাশিয়ায় গেছেন মেসিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১২ জুন ২০১৮
তিন টন খাবার নিয়ে রাশিয়ায় গেছেন মেসিরা

রাশিয়া ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইতোমধ্যে রাশিয়া পৌঁছেছে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আশ্চর্যজনক তথ্য হলো, তিন টন খাবার নিয়ে রাশিয়ায় প্রবেশ করেছে আর্জেন্টিনা দল।

খাবার সাথেনেয়ার কারণ সম্পর্কে জানা যায়, মস্কো থেকে ত্রিশ মাইল দূরে ব্রনিস্তিতে বেস ক্যাম্প করছে আর্জেন্টিনা। ব্রনিস্তিতে মেসিরা যখনই যা খেতে চাইবেন তা যেন সাথে সাথেই পেয়ে যান। এছাড়া রাশিয়ায় নতুন খাবারে যাতে ফুটবলারদের কোনভাবেই পেটের সমস্যায় না পড়তে হয় সে জন্য তিন টন খাবার দেশ থেকে নিয়ে এসেছে আর্জেন্টিনা।

শুধু কি খাবার? না। সাথে করে নিজ দেশের শেফদেরও নিয়ে গেছে আর্জেন্টিনা ফুটবল দল। জাতীয় দল রাশিয়ায় পৌঁছানোর দু’দিন আগে সেখানে গিয়ে ঘাটি বাধে আর্জেন্টাইন শেফরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এমন অবাক করা তথ্য দিয়েছে আর্জেন্টিনার শেফরাই।

তিন টন খাবারের মধ্যে কি কি আছে? এমন প্রশ্ন জাগতেই পারে ফুটবলপ্রেমিদের। উত্তর দিয়েছে দেশটির থেকে রাশিয়ায় আসা শেফরা। তিন টন খাবারের সবগুলোই আর্জেন্টিনার ঐহিত্যগত খাবার। কনডেন্সড মিল্ক থেকে শুরু করে কফি মিশ্রিত ড্রিঙ্ক, খেলোয়াড়দের পছন্দের চকলেট বার, বিস্কুট-চিপসসহ আরও অনেক কিছু।

তবে একটি ব্যাপার তারা নিশ্চিত করেছে, বিশ্বকাপ শুরুর আগে এবং টুর্নামেন্ট চলাকালীন মেসি-ডি মারিয়ারা যাতে খাবার নিয়ে কোনরকম সমস্যায় না পড়েন, এ জন্যই এমন অভিনব পরিকল্পনা। প্রয়োজনে টুর্নামেন্ট চলাকালীন আরও খাবার আনা হবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

অনুশীলনে হাঁটুর ইনজুরিতে পিকে

অনুশীলনে হাঁটুর ইনজুরিতে পিকে

পাঞ্জাবি পড়ে রাশিয়া গেলেন নাইজেরিয়ার ফুটবলাররা

পাঞ্জাবি পড়ে রাশিয়া গেলেন নাইজেরিয়ার ফুটবলাররা

ড্রয়ের পর স্পেনের কষ্টের জয়

ড্রয়ের পর স্পেনের কষ্টের জয়

রাশিয়ায় পৌঁছেছেন হাস্যজ্জল সালাহ

রাশিয়ায় পৌঁছেছেন হাস্যজ্জল সালাহ