ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকে পল পগবার পরবর্তী ঠিকানা হিসেবে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে ফুটবল বিশ্বে। অবশেষে সেটাই সত্যি হলো, চার বছরের চুক্তিতে জুভেন্টাসেই ফিরে গেলেন এই ফরাসি মিডফিল্ডার।
দিন তিনেক আগেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল, জুভেন্টাসে ফিরতে যাচ্ছেন পগবা। এবার মেডিকেল ও চুক্তির আনুষ্ঠানিকতা সারার পর পগবাকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিল ইতালিয়ান ক্লাবটি।
এবারই প্রথম জুভেন্টাসের হয়ে খেলবেন না পগবা, বরং ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে সফল অধ্যায় ইতালিয়ান ক্লাবটিতেই কাটিয়েছেন। ২০১২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই জুভেন্টাসে গিয়েছিলেন তিনি।
প্রথম মেয়াদে চার বছর খেলেছেন জুভেন্টাসের হয়ে। এ সময়ে মিডফিল্ডে দারুণ পারফর্ম করে ফুটবল বিশ্বের নজড় কেড়েছিলেন পগবা। ৩৪ গোলের পাশাপাশি ৩২টি গোলে সরাসরি সহায়তাও করেছেন তিনি।
বোনাস নিয়ে ইউনাইটেড ছাড়তে চেয়েছেন রোনালদো
জুভেন্টাসের জার্সি গায়ে পগবার অসাধারণ পারফর্মেন্স দেখেই তাকে ফিরিয়ে আনে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু জুভেন্টাসে যত ভালো খেলতেন, ইউনাইটেডে এসে যেন তত বেশি খারাপ খেলতে লাগলেন!
একের পর এক ইনজুরি, কোচদের সঙ্গে বৈরি সম্পর্ক ওল্ড ট্রাফোর্ডে ছয় বছরের অধ্যায় খুব একটা ভালো কাটেনি পগবার। ২০২১-২২ মৌসুম শেষে তাই তাকে আরত চুক্তি নবায়নের কোনো প্রস্তাব না দেওয়ায় শেষ হয়ে যায় তার ওল্ড ট্রাফোর্ড অধ্যায়।
এরপর নানা ক্লাবের সঙ্গে নাম জড়ালেও শেষ পর্যন্ত পুরোনো ঠিকানা জুভেন্টাসকেই বেছে নিলেন পগবা। আপাতত ২০২৬ সাল পর্যন্ত তুরিনে থাকবেন এই ফরাসি মিডফিল্ডার।
জুভেন্টাসে থাকার সময় দারুণ পারফর্ম করে সমর্থকদের প্রিয় হয়ে উঠেছিলেন। তাই এই ফরাসি মিডফিল্ডারকে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জুভেন্টাস সমর্থকরা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি