মৌসুম শেষ হওয়ার আগেই জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়েছেন আর্লিং হল্যান্ড। স্বাভাবিকভাবেই বুরুশিয়া ডর্টমুন্ডের দারুণ সেই ছন্দ হল্যান্ড ধরে রাখবেন এমনটাই প্রত্যাশা সিটি সমর্থকদের। সিটিজেনদের ডেরায় নিজের পরিচয় পর্বে জানিয়েছেন ম্যানচেস্টার সিটিতে দারুণ সময় কাটাবেন তিনি।
রোববার (১০ জুলাই) আনষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে হল্যান্ডকে পরিচয় করিয়ে দেয় ম্যানচেস্টার সিটি। সেখানেই সিটিজেনদের ডেরায় দারুণ সময় কাটাবেন বলে জানিয়েছেন তিনি।
হল্যান্ড বলেন, “সবকিছুর জন্য সত্যিই উন্মুখ হয়ে আছি এবং আমি নিশ্চিত, আমরা একসঙ্গে দারুণ সময় কাটাব।”
তিনি আরও বলেন, “আশা করি, দলে আমি আরও কিছু নতুন মান যোগ করতে পারব। একজন স্ট্রাইকার হিসেবে আমি আনন্দ পেতে চাই: যখন আমি ফূর্তিতে থাকি তখন গোল করি, ম্যাচ জিতি এবং…এটা তখন সহজ হয়ে যায়!”
গ্যাব্রিয়েল জেসুস চলে যাওয়ায় হল্যান্ডের কাঁধেই থাকবে সিটিজেনদের আক্রমণের দায়িত্ব। সেই দায়িত্ব সামলানোর কাজটা দারুণভাবে করতে পারার বিষয়ে আত্মপ্রত্যয়ী হল্যান্ড। এমনকি তার কাঁধেই উঠেছে দলটির ৯ নম্বর জার্সি।
ম্যানচেস্টার সিটিতে আসার আগে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন ৮৯ ম্যাচ। এই সময়ে তার পা থেকে এসেছে ৮৬ গোল। এই কারণে হয়তো তার উপর প্রত্যাশার চাপটা একটু বেশিই থাকবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর