বোনাস নিয়ে ইউনাইটেড ছাড়তে চেয়েছেন রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১১ জুলাই ২০২২
বোনাস নিয়ে ইউনাইটেড ছাড়তে চেয়েছেন রোনালদো

চলতি বছরের ২ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ইচ্ছার কথা ক্লাবটিকে জানান ক্রিস্টিয়ানো রোনালদো। তার ইচ্ছা প্রকাশের পর মোটামুটি সবাওই বিস্মিত হয়েছে। রোনালদোর এই সিদ্ধান্ত নিয়ে বেশ বিতর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি সান। তাদের মতে বোনাস পেয়েই ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন রোনালদো।

মৌসুম শেষ হওয়ার প্রায় এক মাস পর নিজের ইচ্ছার কথা ক্লাবকে জানান রোনালদো। এতো সময় নেওয়ায় বেশ অবাক হয়েছেন অনেকেই। এতো দিন এই নিয়ে কোনো কথা না হলেও বৃটিশ পত্রিকা ডেইলি সান জানিয়েছে, বোনাস হাতে পাওয়ার পরের দিনই নিজের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন রোনালদো।

তাদের মতে বোনাস নিয়ে কোনো ঝামেলা তৈরি হওয়া এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন রোনালদো। তাই বোনাস পাওয়ার পরের দিনই নিজের ইচ্ছার কথা জানিয়ে দেন।

নিজের বেতন অর্ধেক কমিয়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন রোনালদো। বেতন কমালেও মৌসুম শেষে এক মিলিয়ন ইউরো বোনাস পাওয়ার কথা ছিল তার। সেই বোনাস হাতে পেয়েই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

তবে রোনালদোর ক্লাব ছাড়ার সম্ভাব্য কারণ কি হতে পারে, সেই বিষয়টিও জানিয়েছে ডেইলি সান। চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে না পারায় রোনালদোসহ ক্লাবটির সব ক্লাবের বেতন ২৫ শতাংশ কমেছে। এই কারণেই ক্লাব ছাড়তে ইচ্ছুক রোনালদো।

ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পর এখনো ইউনাইটেডের ডেরায় যোগ দেননি রোনালদো। ফলে তাকে ছাড়াই প্রাক মৌসুম ম্যাচ খেলতে বের হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃটিশ সংবাদমাধ্যমগুলো মতে, এই মৌসুমে আর ওল্ড ট্রাফোর্ডে ফিরবেন না রোনালদো। শেষ পর্যন্ত তার গন্তব্য কি হবে তা নিয়েছে নানা গুঞ্জন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর প্রতি আগ্রহ দেখিয়ে মেসির রোষানলে পিএসজি

রোনালদোর প্রতি আগ্রহ দেখিয়ে মেসির রোষানলে পিএসজি

ইউনাইটেডের প্রাক মৌসুম সফরে নেই রোনালদো

ইউনাইটেডের প্রাক মৌসুম সফরে নেই রোনালদো

রোনালদো বায়ার্নে মানিয়ে নিতে পারবে না: অলিভার কান

রোনালদো বায়ার্নে মানিয়ে নিতে পারবে না: অলিভার কান

রোনালদো থাকতে না চাইলে 'বিদায়' দিতে বললেন ম্যানইউ কোচ হাগ

রোনালদো থাকতে না চাইলে 'বিদায়' দিতে বললেন ম্যানইউ কোচ হাগ