বিশ্বকাপকে সামনে রেখে স্পেনের অনুশীলনে হাঁটুর ইনজুরিতে পড়েছেন জেরার্ড পিকে। যদিও পিকের জাতীয় দলের সতীর্থ রডরিগো মোরেনো বলেছেন ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়।
স্প্যানিশ দৈনিক মার্কার প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সোমবার অনুশীলনের সময় বাম হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয়ে বার্সেলোনা ডিফেন্ডার অনুশীলন মাঠ ত্যাগ করছেন। কিন্তু পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে রডরিগো জানিয়েছেন, পিকে ভালো আছে, সব মিলিয়ে তার ইনজুরি নিয়ে আমরা মোটেই চিন্তিত নই।
এদিকে মেডিকেল স্টাফদের সাথে আলোচনা করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে গত ফেব্রুয়ারিতে পিকের বাম হাঁটুতে সামান্য ইনজুরি ধরা পড়েছিল। সেখানেই আবারও সমস্যা দেখা দিয়েছে, তবে এটা গুরুতর কোন সমস্যা নয়।
২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়ন স্প্যানিশ দলের তারকা এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে ৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৩১ বছর বয়সী পিকে রাশিয়া বিশ্বকাপের পরেই অবসরের ঘোষণা দিয়েছেন।
আগামী ১৫ জুন সোচিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন পর্তুগালের মুখোমুখি হবে স্পেন।