ম্যানচেস্টার সিটিতে গার্দিওয়ালার জায়গা নেবেন পচেত্তিনো!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১০ জুলাই ২০২২
ম্যানচেস্টার সিটিতে গার্দিওয়ালার জায়গা নেবেন পচেত্তিনো!

এক সপ্তাহ হয়নি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে বরখাস্ত হয়েছেন মারিসিও পচেত্তিনো। এখনো তাকে জড়িয়ে কোনো ক্লাবেরই গুঞ্জন ছড়ায়নি! তবে ম্যানচেস্টার সিটির সাবেক ইংলিশ স্ট্রাইকার ট্রেভর সিনক্লেয়ার বলছেন, পেপ গার্দিওলা চলে গেলে তার স্থলাভিষিক্ত হতে পারেন এই আর্জেন্টাইন কোচ। 

কোচিং ক্যারিয়ারে আহামরি কোনো বড় সাফল্য নেই পচেত্তিনোর। সর্বোচ্চ সাফল্য, সদ্য শেষ হওয়া ২০২১-২২ মৌসুমে লিগ ওয়ানের শিরোপা জেতা। সেই কোচকেই সিটিতে গার্দিওয়ালার বিকল্প ভাবছেন ট্রেভর! 

এমনকি মাত্র দেড় মৌসুম পিএসজিতে থেকেই পচেত্তিনোর সঙ্গী হয়েছে একগাদা অভিযোগ। তার মধ্যে অন্যতম তারকায় ঠাসা ড্রেসিংরুম সামলাতে না পারা।

অথচ ট্রেভর বলছেন, মেসি, নেইমার, এমবাপের সামলিয়েছেন তাই সিটিতে কোচ হতে পারেন পচেত্তিনো। এমনকি সংবাদ মাধ্যমকেও তিনি ভালো সামলাতে পারেন বলে মনে করেন ট্রেভর! 

রোনালদোর প্রতি আগ্রহ দেখিয়ে মেসির রোষানলে পিএসজি

বলেন, "তার রেকর্ড দেখলে বুঝবেন তিনি খেলোয়াড়দের অহমের ব্যাপারটা খুব ভালোভাবে সামলাতে পারেন। খেলোয়াড় কত বড় মাপের তারকা তা কোনো ব্যাপার নয়, তাঁকে আমরা মেসি, এমবাপ্পে, নেইমারদের সামলাতে দেখেছি। তাই সেদিক থেকে তিনি (সিটির জন্য) আদর্শ বিকল্প। মানুষ হিসেবেও তিনি বেশ মজার, সংবাদমাধ্যমও সামলাতে পারেন ভালোভাবে।"

ম্যানচেস্টার সিটিই পচেত্তিনোর জন্য সঠিক ক্লাব বলে মনে করছেদন ট্রেভর। গার্দিওলা ক্লাব ছেড়ে গেলে তিনি হতে পারেন কোচ হিসেবে প্রথম পছন্দ। 

sportsmail24

"আমার সত্যি সত্যিই মনে হয় সিটি তাঁর জন্য আদর্শ ক্লাব। আমার ধারণা তিনি এখন একটা বিরতি নেবেন, কারণ আর্থিক দিক থেকে তিনি ঝামেলায় নেই। যদি একটা পর্যায়ে গিয়ে গার্দিওলা সিটি ছেড়ে যান, সে ক্ষেত্রে সিটির হটসিটটা পচেত্তিনোকে নেওয়ার জন্য তৈরিই থাকবে" বলেন ট্রেভর।

এদিকে ম্যানচেস্টার সিটি থেকে গার্দিওয়ালা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আপাতত! এমনকি সেরকম কোনো গুঞ্জনই শোনা যাচ্ছে না কোথাও! 

তবে ম্যানচেস্টার সিটিরস সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে নবায়ন করবেন বলেও ঘোষণা দিয়েছিলেন গার্দিওয়ালা। সত্যিই তিনি যদি চুক্তি নবায়ন না করেন তাহলে হয়তো ট্রেভিসের ধারণা সঠিক হলেও হতে পারে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি   



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার জালে ব্রাজিলের মেয়েদের গোল উৎসব

আর্জেন্টিনার জালে ব্রাজিলের মেয়েদের গোল উৎসব

ম্যানসিটির নতুন ‘নম্বর নাইন’ হল্যান্ড

ম্যানসিটির নতুন ‘নম্বর নাইন’ হল্যান্ড

অথচ পিএসজির নতুন বস চান, নেইমার ক্লাবেই থাকুক!

অথচ পিএসজির নতুন বস চান, নেইমার ক্লাবেই থাকুক!

রোনালদো থাকতে না চাইলে 'বিদায়' দিতে বললেন ম্যানইউ কোচ হাগ

রোনালদো থাকতে না চাইলে 'বিদায়' দিতে বললেন ম্যানইউ কোচ হাগ