সর্বশেষ ম্যাচে ঢাকা আবাহনীকে ৪-২ গোলে হারানোর সুখস্মৃতি নিয়ে শেখ জামালের বিপক্ষে মাঠে নেমেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি শেখ জামাল। অন্তিম মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল আদায় করে ড্র করে মাঠ ছাড়ে দুই দল।
শুক্রবার (৮ জুলাই) মুন্সিগঞ্জে শেখ জামালের মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৩৭তম মিনিটে সোহানুর রহমানের গোলে লিড পায় শেখ জামাল। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এগিয়ে থেকেই বিরতিতে যায় ধানমন্ডির ক্লাবটি।
বিরতি থেকে ফিরেই খেলায় ছন্দ ফিরিয়ে আনে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৭৬তম মিনিটে নাইজেরিয়ান এমেরি বাইসেঙ্গের পেনাল্টিতে সমতায় ফেরে সাইফ স্পোর্টিং ক্লাব।
এর কিছুক্ষণ পরেই হাত দিয়ে বল থামিয়ে হলুদ কার্ড দেখেন সাইফ স্পোর্টিং ক্লাবের জামাল ভূঁইয়া। যদিও শেখ জামালের ফুটবলাররা লাল কার্ডের দাবি তোলেন। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল থাকেন ম্যাচ রেফারি।
ম্যাচ যখন ১-১ সমতায় শেষ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিলো ওই সময় গোল করে সাইফকে এগিয়ে নেন আসরুর গফুরভ। তার এই গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখতে শুরু করে সাইফ স্পোর্টিং।
তবে শেষ মিনিটে নিজেদের ডি বক্সে হ্যান্ডবল করে সাইফ স্পোর্টিং ক্লাব। এতেই তাদের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। সেই সুযোগে দলকে সমতায় ফেরান ওতাবেক। এই গোল হওয়ার সাথে সাথেই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি।
শেষ পর্যন্ত ২-২ গোলে সমতায় ম্যাচ ছাড়ে দুই ক্লাব। এই ড্রয়ে দুই দলই ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থেকে সাইফের অবস্থান তিন নম্বরে আর চারে অবস্থান করছে শেখ জামাল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর