দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্ল্যাটার-প্লাতিনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৮ জুলাই ২০২২
দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্ল্যাটার-প্লাতিনি

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনিকে দুর্নীতির মামলায় থেকে মুক্তি দিয়েছে সুইজারল্যান্ডের একটি আদালত। শুক্রবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ।

ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে জালিয়াতির একটি অভিযোগ ছিল। সেই অভিযোগের ব্ল্যাটারের সাথে অভিযুক্ত ছিলেন মিশেল প্লাতিনি। অভিযোগের কোনো ভিত্তি না পাওয়ায় দুইজনকে মুক্তি দিয়েছে সুইজারল্যান্ডের একটি আদালত।

২০১১ সালে ব্ল্যাটার ও প্লাতিনি ফিফা থেকে ২০ লাখ সুইস ফ্রাঁ জালিয়াতি করে নিয়েছেন বলে অভিযোগ ছিল। সেই জানাজানির পর পদ ছাড়তে বাধ্য হন ব্ল্যাটার ও প্লাতিনি।

১৯৯৮ সালে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে নিয়োগ পান মিশেল প্লাতিনি। চার বছর দায়িত্ব পালন করা প্লাতিনি ওই সময় তিন মিলিয়ন সুইস ফ্রাঁ বার্ষিক চুক্তিতে এই কাজ করেছিলেন।

সেপ ব্ল্যাটারের দাবি, ফিফার অবস্থা সেই সময় ভালো না থাকায় প্লাতিনিকে দুই মিলিয়ন অর্থ প্রদান করা হয়েছিল। বাকি এক মিলিয়ন ফ্রাঁ পরে দেওয়ার কথা ছিল বলে জানান ব্ল্যাটার। ২০১০ সালে ওই অর্থই প্রদান করা হয়েছিল বলে জানান ব্ল্যাটার।

২০১৫ সালে এই ঘটনা ও ফিফায় হওয়া জালিয়াতি, ঘুষ ও টাকা পাচারের অভিযোগ তদন্ত শুরু হলে পদত্যাগে বাধ্য হন সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনি। এমনকি সবধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হন এই দুইজন। পরে অবশ্য সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে।

শুক্রবার নির্দোষ প্রমাণিত হওয়ার পর সংবাদমাধ্যমকে ব্ল্যাটার বলেছেন, “আমার লড়াইটা অবিচারের বিরুদ্ধে। তাতে প্রথম খেলাটা জিতলাম।” প্লাতিনি বলেছেন, “আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁদের বলতে চাই, সাত বছর ধরে মিথ্যাচারের পর শেষ পর্যন্ত সুবিচার পেলাম।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ

কাতার বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ

ছয় মাস পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ

ছয় মাস পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ

বিশ্বকাপের ১৮ লাখ টিকিট বিক্রি করেছে ফিফা

বিশ্বকাপের ১৮ লাখ টিকিট বিক্রি করেছে ফিফা

কাতার বিশ্বকাপে ‘অফসাইড প্রযুক্তি’ ব্যবহার করবে ফিফা

কাতার বিশ্বকাপে ‘অফসাইড প্রযুক্তি’ ব্যবহার করবে ফিফা