পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইতিমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডকে জানিয়ে দিয়েছেন তিনি আর ক্লাবে খেলতে চান না। এরপরেই গুঞ্জন ছিল হয়তো জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তিনি। তবে তাকে দলে নেওয়ার কোনো আগ্রহ নেই বায়ার্নের,সাফ জানিয়ে দিয়েছেন ক্লাবটির সভাপতি অলিভার কান।
দিন কয়েক আগেই ইউনাইটেডকে রোনালদো জানিয়ে দিয়েছেন, ভালো প্রস্তাব পেলে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। ইংলিশ বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী চ্যাম্পিয়নস লিগ খেলতে না পারায় ম্যানচেস্টারে আর থাকতে চান না তিনি।
এরপরেই বাজারে জোর গুঞ্জন ছিল মিউনিখের ডেরায় নাম লেখাবেন রোনালদো। সেই আশা নিভু নিভু হয়ে টিকে থাকলেও শেষ পর্যন্ত তা আর বাড়ছে না। ক্লাবটির সভাপতি অলিভার কান সরাসরি বলে দিয়েছেন, বায়ার্নের খেলার সাথে মানিয়ে নিতে পারবেন না রোনালদো।
তিনি বলেন, “রোনালদোকে আমি ভালো চোখেই দেখি। আমার মতে ইতিহাসের অন্যতম সেরা সে। তবে তাকে দলে ভেড়ানোটা মোটেও আমাদের দর্শনের সঙ্গে খাপ খায় না।”
এদিকে বায়ার্নের আক্রমণভাগের অন্যতম ভরসা রবার্ট লেভানডোভস্কি ক্লাব ছাড়ার জন্য উথাল-পাতাল শুরু করেছেন। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার বার্সায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বায়ার্নের কাছে।
ইউনাইটেডের নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়া এরিক টেন হ্যাগ শুরুতে জানিয়েছিলেন তিনি কোনো মূল্যেই রোনালদোকে হাতছাড়া করতে চান না। তবে এই পর্তুগিজ তারকার তোড়জোড় দেখে তাকে ছেড়ে দেওয়াটাই উত্তম ভাবছেন টেন হ্যাগ। এমনকি প্রি সিজনের অনুশীলনেও যোগ দেননি রোনালদো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর