বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দিতে পারেন রহিম স্টার্লিং। এবার ইংলিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে বিষয়টি নিশ্চিত হয়েছে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। রোমেলু লুকাকুর অভাব পূরণে জায়গা পূরণে চেলসিতে যোগ দিচ্ছেন রহিম স্টার্লিং।
ইংলিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে ম্যানচেস্টার সিটির আলোচনা শেষ, এমনকি স্টার্লিংয়ের সাথে ব্যক্তিগত চুক্তিগুলোর বিষয়েও চূড়ান্তে সিদ্ধান্ত পৌঁছে গেছে চেলসি। এবার অপেক্ষা শুধু আনুষ্ঠানিক চুক্তির।
২০২১-২২ মৌসুম শেষে গুঞ্জন উঠেছিল ফরাসি ক্লাব পিএসজি থেকে চেলসিতে যোগ দিবেন নেইমার। তবে সেই আশা পূর্ণ হয়নি পিএসজির সাথে থাকা নেইমারের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়া নীতির কারণে।
এমনকি চেলসির নতুন মালিক টড বোয়েলি ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে নিতে আগ্রহী হলেও কোচ থমাস টুখেলের সবুজ সংকেত না পাওয়ায় সেই বিষয়টিও আটকে আছে। নেইমার-রোনালদোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও রহিম স্টার্লিংকে দলে নিয়েছে তারা।
রোমেলু লুকাকুর বদলি হিসেবে রহিম স্টার্লিংকে দলে নিয়েছে। ২০২১-২২ মৌসুমের মাঝপথে দল ইন্টার মিলানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই বেলজিয়ান তারকা। মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই ইতালিয়ান ক্লাবটিতে ফিরেছেন তিনি।
এছাড়াও চেলসি ছেড়েছেন অ্যান্তেনিও রুডিগার ও আন্দ্রেস ক্রিস্টেনসেন। এদিকে ম্যানচেস্টার সিটি ছেড়েছেন দুই স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও রহিম স্টার্লিং। তাদের বদলি হিসেবে ম্যানসিটি দলে ভিড়িয়েছে দুই তরুণ তুর্কি আর্লিং হল্যান্ড ও জুলিয়ান আলভারেজকে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর