নারী ইউরোর চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২০ পিএম, ০৭ জুলাই ২০২২
নারী ইউরোর চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক দর্শক

অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে নারী ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে অনুষ্ঠিত নারী ইউরো চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে সর্বোচ্চ সংখ্যক দর্শক উপস্থিতি দেখেছে ফুটবল বিশ্ব। শুধু সর্বোচ্চ নয়, আগের রেকর্ডের দ্বিগুণের বেশি দর্শক উপস্থিত ছিল এই ম্যাচ দেখতে।

নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এর আগে এক ম্যাচে সর্বোচ্চ সংখ্যক ৩০ হাজার দর্শক উপস্থিতি রেকর্ড করা হয়েছিল। তবে এবার সেই রেকর্ড ভেঙে অস্ট্রিয়া-ইংল্যান্ড ম্যাচ দেখতে মাঠে এসেছিল ৬৯ হাজার দর্শক। অর্থাৎ আগের চেয়ে দ্বিগুণের বেশি দর্শক মাঠে উপস্থিত ছিল।

রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতির ম্যাচে নিজ সমর্থকদের হতাশ করেনি ইংল্যান্ড। বেথ মেডের একমাত্র গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে থ্রি লায়ন্সেসরা।

ঘরের মাঠে মেয়েদের প্রতি সমর্থকদের এমন সমর্থনে বেশ খুশি ইংলিশ কোচ সারিনা ওয়েজম্যান। তিনি বলেন, “ভাষায় প্রকাশ করার মতো না। এটা অবিশ্বাস্য ওল্ড ট্রাফোর্ডে প্রায় ৭০ হাজার দর্শক খেলা দেখতে এসেছে। আমরা ভাবতেও পারি নাই, এতো দর্শক আসবে।”

ঘরের মাঠে দর্শকদের দারুণ সমর্থনের কারণে এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ডের মেয়েরা। এখনও কোনো মেজর শিরোপা না জেতা ইংল্যান্ড এবার ট্রফি জিততে মরিয়াও বলে জানিয়েছেন ওয়েজম্যান।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুটা জয় দিয়ে হওয়ায় অনেক বেশি খুশি ইংলিশ মিডফিল্ডার জর্জিয়া স্ট্যানওয়ে। বলেন, “প্রথম ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা এটা করতে পেরেছি, এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

অনলাইনে ফুটবলারদের হেনস্তা ঠেকাতে উদ্যোগ নিয়েছে উয়েফা

অনলাইনে ফুটবলারদের হেনস্তা ঠেকাতে উদ্যোগ নিয়েছে উয়েফা

আলফিও বেসিল: ম্যারাডোনা ও মেসির কোচ

আলফিও বেসিল: ম্যারাডোনা ও মেসির কোচ

২০২৮ ইউরো আয়োজক হতে যুক্তরাজ্য-আয়ারল্যান্ডের যৌথ প্রস্তাব

২০২৮ ইউরো আয়োজক হতে যুক্তরাজ্য-আয়ারল্যান্ডের যৌথ প্রস্তাব

ভক্তদের ৩০ হাজার ফ্রি টিকিট দিবে উয়েফা

ভক্তদের ৩০ হাজার ফ্রি টিকিট দিবে উয়েফা