চুক্তি নবায়ন নিয়ে এখনো সমঝোতায় পৌছাতে পারেনি বার্সেলোনা ও ফরাসি ফুটবলার ওসমান দেম্বেলে। এরই মধ্যে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে দেম্বেলের চুক্তি মেয়াদ শেষ হয়ে গেছে। যে কারণে বার্সেলোনা সভাপতি বলছেন, দেম্বেলে এখন আর বার্সেলোনার খেলোয়াড় নয়।
শেষ এক বছর ধরেই দেম্বেলের সঙ্গে চুক্তি নবায়নের চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কিছুতেই দুই পক্ষ একমত হতে পারছে না। এমনকি চুক্তি নবায়ন নিয়ে ক্লাবের সঙ্গে সম্পর্কের চূড়ান্ত অবনতিও হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে।
তবে জাভি হার্ন্দান্দেজ কোচ হয়ে আসার পর থেকে দেম্বেলের খেলায় উন্নতি হয়েছে। ইনজুরি প্রবণতা কমেছে অনেকখানি। তাই দেম্বেলের প্রতি নতুন করে আগ্রহী হয়ে উঠেছে বার্সেলোনা।
কিন্তু একাধিকবার প্রস্তাব দিয়েও দেম্বেলেকে রাজি করাতে পারেনি। ফুটবল পাড়ায় গুঞ্জন, দেম্বেলে আর বার্সেলোনায় থাকতেই চান না। এজন্যই চুক্তি নবায়নের রাজি হচ্ছেন না তিনি।
হুয়ান গ্যাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস
তবে বার্সেলোনা সভাপতি বলছেন তারা দেম্বেলের সঙ্গে চুক্তি নাবায়নের আলোচনা চালিয়ে যাবেন। যদিও তিনি এও মনে করিয়ে দিয়েছেন দেম্বেলে এখন তাদের খেলোয়াড় নন।
বলেন, “উসমান (দেম্বেলে) আর আমাদের খেলোয়াড় নয়, কিন্তু আমরা তাকে প্রস্তাব দিয়েছি। সে এখনও সেটা গ্রহণ করেনি, কিন্তু সে আলোচনা চালিয়ে যেতে চায়। আমরা আলোচনা চালিয়ে যাবো।”
তবে বার্সেলোনা সভাপতির কথায় দেম্বেলের বার্সেলোনা ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লো। হয়তো বার্সেলোনার জার্সিতেও শেষ ম্যাচ খেলে ফেলেছেন এই ফরাসি ফুটবলার।
ছয় বছরের বার্সেলোনা ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০২ ম্যাচ খেলেছে দেম্বেলে। এ সময়ে তিনি গোল করেছেন ১৯টি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি