২০১৮ সাল রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডিফেন্ডার জেরার্ড পিকে। দীর্ঘ চার বছর জাতীয় দলের আশে পাশে না থাকলেও তাকে কাতার বিশ্বকাপে দেখতে চান দলটির কোচ লুইস এনরিকে। এমনটাই জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।
২০১৮ বিশ্বকাপে স্পেন দলের ভরাডুবির পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্ত নেন জেরার্ড পিকে। এরপর অবশ্য জাতীয় দলে আর তার ডাক পড়েনি। তবে কাতার বিশ্বকাপের দলে তাকে চান কোচ এনরিকে।
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, পিকেও চান আবারও জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে। তবে শেষ পর্যন্ত কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে এনরিকের সিদ্ধান্তের উপর।
কাতার বিশ্বকাপের আগে রক্ষণ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। সেই দূর্বলতা ঢাকতে পিকে কে আবারও জাতীয় দলে চাইছেন তিনি। মূলত বার্সাতে কোচিং করানোর সময় থেকেই পিকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে এনরিকের।
তবে ২০১০ বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারকে জাতীয় দলে ফিরতে হলে বেশ কিছু চ্যালেঞ্জ নিতে হবে কোচকে। পিকের বয়স এখন ৩৫। সর্বশেষ ২০২১-২২ মৌসুমে বার্সার হয়ে মোটামুটি পারফর্ম করেছেন, গতি অনেকটাই কমে গেছে, বয়সের ছাপটা প্রায়ই চোখে পড়েছে। সঙ্গে চোটও বেশ ভুগিয়েছে।
কাতার বিশ্বকাপের আর খুব বেশি সময় নেই। ফিরতে হলে দ্রুত এই ডিফেন্ডারকে সিদ্ধান্তে আসতে হবে। লুইস এনরিকের অধীনে স্পেনের রক্ষণভাগ অবশ্য মোটেও দুর্বল নয়। সেন্ট্রাল ডিফেন্সে ভিয়ারিয়ালের পাও তোরেস, ম্যানসিটির আইমেরিক লাপোর্তা, বার্সার এরিক গার্সিয়ার মতো তরুণরা হাল বেশ ভালোই ধরে রেখেছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর