ফুটবল ক্যারিয়ারে কোনো ক্লাবেই দীর্ঘস্থায়ী হতে পারেননি জ্লাতান ইব্রাহিমোভিচ। শুধুমাত্র ইতালিয়ান লিগের তিন ক্লাব জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলানে খেলেছেন তিনি। কোনো ক্লাবেই স্থায়ী হতে না পারা ইব্রাহিমোভিচ এসি মিলানের ডেরায় থাকছেন নিজের বেতন কমিয়ে। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপের বিভিন্ন গণমাধ্যম।
এক বছরের চুক্তিতে লস অ্যাঞ্জেলস এফসি থেকে এসি মিলানে নাম লেখানো ইব্রাহিমোভিচ আরও এক মৌসুম ক্লাবটিতে থাকবেন। এজন্য নিজের বেতন কমাতে রাজি হয়েছেন তিনি।
হাঁটুর ইনজুরির কারণে আরও ছয়-সাত মাস মাঠের বাইরে থাকতে হবে ইব্রাহিমোভিচকে। সেই ইনজুরি থেকে কবে ফিরবেন সেই নিশ্চয়তা না পাওয়া গেলেও এই সময়ে দলের উপর বাড়তি খরচের চাপ না দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।
লস অ্যাঞ্জেলস এফসি থেকে এসি মিলানে যোগ দিয়ে ইব্রা বেতন পেতেন বছরে ৭০ লাখ ইউরো। তবে নতুন মৌসুমের জন্য করা চুক্তিতে সেই বেতন কমিয়ে ১৫ লাখ ইউরো পরেছেন তিনি। মানে প্রায় ৫৫ লাখ ইউরো কম বেতন পাবেন এই ফুটবলার।
চলতি মৌসুমে এসি মিলানের জার্সি গায়ে নামলে এটা হবে ক্লাবটির হয়ে তার ৬ষ্ঠ মৌসুম। এর আগে কোনো ক্লাবেই এতো দিন খেলেননি তিনি। অবশ্য ক্লাবটিতে দুই দফায় ছয় মৌসুম খেলছেন তিনি।
এসি মিলানের হয়ে দুই দফায় খেলা ইব্রাহিমোভিচ মোট ১৫৯ ম্যাচে করেছেন ৯২ গোল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর