২০১৯ সালে বেশ ঘটা করেই জার্মান ক্লাব আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট থেকে রিয়াল মাদ্রিদের যোগ দিয়েছিলেন সার্বিয়ান মিডফিল্ডার লুকা জোভিক। এবার রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনাতে যোগ দিতে যাচ্ছেন এই মিডফিল্ডার। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সেটাই হতে পারে তার ভবিষ্যত গন্তব্য।
২০১৯ সালে রিয়ালে যোগ দিলেও ওই মৌসুমেই তাকে ধারে ফ্র্যাঙ্কফুর্টে পাঠিয়েছিল রিয়াল মাদ্রিদ। মাঝে এক মৌসুম অবশ্য রিয়ালের জার্সিতে খেলেছিলেন। তবে ভালো করতে না পারায় শেষ পর্যন্ত তার ঠিকানা হতে যাচ্ছে ফিওরেন্তিনা।
লুকা জোভিককে নিজেদের ডেরাতে নিতে ফিওরেন্তিনাকে কোনো খরচ করতে হবে না। তবে তাকে বিক্রি করলে মোট মূল্যের অর্ধেক পাবে রিয়াল মাদ্রিদ।
দুই মৌসুমের চুক্তিতে ফিওরেন্তিনাতে যোগ দিলেও এই সময়ে রিয়াল মাদ্রিদ জোভিককে কোনো বেতন দিবে না। জোভিকের বেতনের পুরো অর্থ দিবে ফিওরেন্তিন।
২০১৯ সালে ছয় বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের যোগ দেন। ফ্রাঙ্কফুর্ট থেকে তাকে দলে পেতে ৬০ মিলিয়ন অর্থ খরচ করেছিল রিয়াল মাদ্রিদ। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি জোভিক।
পুরো ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে ৫১ ম্যাচে তিন গোল করেছিলেন লুকা জোভিক। এই সময়ে সতীর্থদের করিয়েছিলেন ৫ গোল। সামগ্রিকভাবে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছিলেন আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টে। সেখানে ৯৩ ম্যাচে ৪০ গোল করেছিলেন। এমনকি সতীর্থদের হয়ে করেছিলেন ১০ গোল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর