ইনজুরিতে পড়া ম্যানুয়েল লানজিনির পরিবর্তে আর্জেন্টিনা দলে নেয়া হয়েছে এনজো পেরেজকে। আসন্ন রাশিয়া বিশ্বকাপে লানজিনির পরিবর্তে পেরেজকে ২৩ সদস্যের চূড়ান্ত দলে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
শুক্রবার অনুশীলনে লানজিনি ইনজুরিতে পড়ার পর আর্জেন্টিনা কোচ জর্জ সাম্পাওলি ৩২ বছর বয়সী পেরেজকে দলে ডাকেন। লুকাস বাগলিয়াও এবং এভার বেনেগার সঙ্গে লানজিনিকে সেরা একাদশে বিবেচনা করছিলেন কোচ সাম্পাওলি। সুতরাং ২৫ বছর বয়সী লানজিনির ইনজুরি নিঃসন্দেহে দলের জন্য একটি বড় ধাক্কা।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন ভ্যালেন্সিয়া ও বেনফিকার সাবেক মিডফিল্ডার পেরেজ।
আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির গত মাসে ২৩ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন। হাইতির বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ প্রস্তুতি ম্যাচে দারুণও খেলেছিলেন লানজিনি। মেসির সঙ্গে বোঝাপড়া বেশ চোখে পড়েছিল। কিন্তু একটু সময় নিয়েই তার বিকল্প বেছে নিল আর্জেন্টিনা। ভরসা রাখল পেরেজের ওপর।
এদিকে আজ স্পেন থেকে রাশিয়ার উদ্দেশে উড়াল দিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপ থেকে ১৬ জুন আইসল্যান্ডের মুখোমুখি হয়ে শিরোপা অভিযান শুরু করবে তারা। গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ হলো ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।