২০২১-২২ মৌসুমের আগে হঠাৎ করেই জুভেন্টাস থেকে পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রত্যাবর্তনের মৌসুমে নিজে দারুণ খেললেও দলকে টেনে তুলতে পারেননি। ছয় নম্বরে থেকে লিগ শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেড এবার ইউরোপা লিগে খেলবে। এমন সময়ই ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছা প্রকাশ করা রোনালদো যোগ দেননি দলের অনুশীলন সেশনে।
রোববার (৩ জুলাই) থেকে শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন। প্রাক মৌসুম অনুশীলনের প্রথম দিনই অনুপস্থিত ছিলেন দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও তার অনুপস্থিতির কারণে হিসেবে পারিবারিক সমস্যার কথা বলা হয়েছে।
তবে ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যমের খবর চলতি মৌসুমে আর ম্যানচেস্টারে ফিরবেন না তিনি। কারণ, দিন দুয়েক আগেই ক্লাব ছাড়তে চাওয়ার কথা তিনি জানিয়েছেন। ম্যানচেস্টারে না ফিরে একেবারে নতুন ক্লাবে নাম লেখাতে চান।
রোনালদো নতুন কোনো ক্লাবে যোগ দিবেন সেই বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। শোনা যাচ্ছিলো রোনালদোকে পেতে আগ্রহী বায়ার্ন মিউনিখ। তবে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এমনকি রবার্ট লেভানডভস্কি দল ছাড়লেও তাকে নিতে রাজি নয় ক্লাবটি।
এছাড়াও অনেকেই জানিয়েছে, রিয়াল মাদ্রিদে ফিরতে চান রোনালদো। এমনকি এই নিয়ে আলোচনাও করেছিলেন দলটির সাথে। তবে কোচ আনচেলত্তি তাকে আর দলে চান না।
এখন রোনালদোর সম্ভাব্য গন্তব্য হিসেবে উচ্চারিত হচ্ছে নতুন মালিকানার ক্লাব চেলসি ও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। তবে শেষ পর্যন্ত রোনালদোর নতুন ঠিকানা কি হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর