ছয় মাস পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৪ জুলাই ২০২২
ছয় মাস পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ

চলতি বছরের জানুয়ারিতে আয়োজিত হয়েছিল আফ্রিকান নেশনস। সেই আসরের পর জানা গিয়েছিল ২০২৩ সালের জুনে অনুষ্ঠিত হবে পরের আসর। নির্ধারিত সময়ে গড়াচ্ছে পরের আসর। ছয় মাস পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে পরের আফ্রিকান নেশনস কাপ। বিষয়টি নিশ্চিত করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)।

রোববার (৩ জুলাই) মরক্কোতে বসেছিল সিএএফের নির্বাহী কমিটির বৈঠক। সেখানেই সিদ্ধান্ত হয় ২০২৪ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে আফ্রিকান নেশনস কাপ।

আফ্রিকান নেশনস কাপ ঠিক কি কারণে পিছানো হয়েছে সেই বিষয়ে কিছুই নিশ্চিত করেনি সিএএফ। আয়োজনের সময় বদলে গেলেও আয়োজক হিসেবে আইভেরি কোস্টই থাকছে বলে জানিয়েছে তারা।

এই বৈঠকে আফ্রিকান নেশনস কাপ ছাড়াও আফ্রিকান সুপার লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিএএফ। চলতি বছরের আগস্ট থেকে টুর্নামেন্টটি শুরু হবে বলেও জানিয়েছে তারা।

আফ্রিকান নেশনস কাপের সূচিতে পরিবর্তন আসায় বিপদে পড়বে অংশগ্রহণকারী দেশগুলো। কারণ জানুয়ারিতে ক্লাব ফুটবলে ব্যস্ত থাকে ফুটবলাররা। সেই সময় ফুটবলারদের পাওয়া নিয়েও তৈরি হয় শঙ্কা।

একই সমস্যায় চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজিত হয়েছিল আফ্রিকান নেশনস কাপের আসর। সেবার ফাইনালে মিশরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ডকট্রোভ: ফুটবল রেফারিং করা ডোমিনিকান ক্রিকেট আম্পায়ার

ডকট্রোভ: ফুটবল রেফারিং করা ডোমিনিকান ক্রিকেট আম্পায়ার

ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো পাকিস্তান

ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো পাকিস্তান

ফুটবলের আসল সৌন্দর্য্য আনতে যা করার করবো: ইয়ামাশিতা

ফুটবলের আসল সৌন্দর্য্য আনতে যা করার করবো: ইয়ামাশিতা

ইনফান্তিনো আমাকে নিচে নামাতে চাচ্ছে: ব্ল্যাটার 

ইনফান্তিনো আমাকে নিচে নামাতে চাচ্ছে: ব্ল্যাটার