কাতার বিশ্বকাপ: ফাইনালের আগে ফ্যাশন শো আর কনসার্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ পিএম, ০৪ জুলাই ২০২২
কাতার বিশ্বকাপ: ফাইনালের আগে ফ্যাশন শো আর কনসার্ট

২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে মাত্র সাড়ে চার মাসের মতো বাকি! এবারের আয়োজক দেশ কাতারে এরই মধ্যে তোরজোড় শুরু হয়ে গেছে। বিশ্বকাপ উপলক্ষ্যে একের পর এক ইভেন্টের ঘোষণা আসছে। এবার শোনা গেলো, ফাইনালের আগে হবে ফ্যাশন শো আর কনসার্ট।

প্রতি বিশ্বকাপেই আয়োজক দেশগুলো নানা আয়োজনের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করে। বিশ্বকে তাদের অভ্যন্তরীন জীবন যাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এমন ইভেন্টের আয়োজন করে।

কাতারও সেই পথেই হাঁটছে। পুরো দেশেই এখন থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষাধিক লোক আসবে কাতারে। তাই কাতারের সংস্কৃতি, ইতিহাস জানানোর জন্য ইভেন্ট আয়োজন করছে তারা।

তবে ফাইনালের আগমুহূর্তে নয় দুই দিন আগে হবে কনসার্ট ও ফ্যাশন শো। এবারের বিশ্বকাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আর ১৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের।

কাতার বিশ্বকাপে ‘অফসাইড প্রযুক্তি’ ব্যবহার করবে ফিফা

কাতারের মোট আটটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২২ বিশ্বকাপ। এর মধ্যে একটি স্টেডিয়ামের নাম স্টেডিয়াম ৯৭৪। এখানেই চলতি বছরের ১৬ ডিসেম্বর ফ্যাশন শো এবং কনসার্ট আয়োজন করবে কাতার। ফ্যাশন শো’র নাম দেওয়া হয়েছে ‘কাতার ফ্যাশন ইউনাইটেড।’  

এই মাঠে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব ও শেষ ষোলোর মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর এটাকে প্রস্তত করা হবে ১৬ ডিসেম্বরের কনসার্ট ও ফ্যাশন শো’র জন্য।

বিশ্বকাপ উপলক্ষে রাস্তায় আলাদা লেন করছে কাতার

চলতি বছরের ২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের ফিফা বিশ্বকাপের। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ২২তম ফুটবল বিশ্বকাপ তথা কাতার বিশ্বকাপ। ফাইনালসহ মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বকাপে। গ্রুপ পর্বে ৪৮টি ম্যাচ।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

অনলাইনে ফুটবলারদের হেনস্তা ঠেকাতে উদ্যোগ নিয়েছে উয়েফা

অনলাইনে ফুটবলারদের হেনস্তা ঠেকাতে উদ্যোগ নিয়েছে উয়েফা

সিরি ‘এ’- তে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারি

সিরি ‘এ’- তে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারি

না খেলেই পূর্ণ পয়েন্ট চায় ব্রাজিল-আর্জেন্টিনা

না খেলেই পূর্ণ পয়েন্ট চায় ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপের ভুয়া নম্বর প্লেট নিয়ে জনগণকে সতর্ক করলো কাতার

বিশ্বকাপের ভুয়া নম্বর প্লেট নিয়ে জনগণকে সতর্ক করলো কাতার