চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে বসতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রথম ফুটবল বিশ্বকাপ। এই বৈশ্বিক আসর আয়োজনে একের পর এক নতুন পরিকল্পনা করছে দেশটি। এরই অংশ হিসেবে কাতার বিশ্বকাপ দেখতে আসা সমর্থক ও অফিসিয়ালদের জন্য আলাদা লেন তৈরি করছে কাতার। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির গণপূর্ত বিভাগ আশঘাল।
বিশ্বকাপ উপলক্ষ্যে দেশটিতে তিন মিলিয়নের বেশি সমর্থক আসবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য টুর্নামেন্টের জন্যও ইতিমধ্যে ছাড়া হয়েছে তিন মিলিয়ন টিকিট। বিপুল সংখ্যক এই দর্শকদের যাতায়াতে যাতে কোনো অসুবিধা তৈরি না হয় তাই এই ব্যবস্থা নিচ্ছে কাতার।
এই বিষয়ে আশঘাল কর্মকর্তা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ আল মাওলায়ি বলেন, “আলাদা লেন দর্শকদের নিরবিচ্ছিন্ন যাতায়াতে সুবিধা দিবে। তারা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে বলে আশাবাদী।”
বিশ্বকাপের জন্য তৈরি করা লেনে অন্যান্য সাধারণ গাড়ি ঢুকতে পারবে না বলেও জানিয়েছে তারা। এই বিষয়ে ওই কর্মকর্তা বলেন, “বিশ্বকাপের জন্য নির্ধারিত গাড়িগুলোকেই এই লেন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। বিশ্বকাপের কাজে নিয়োজিত গাড়িগুলোকে আলাদা করে স্টিকার প্রদান করা হবে।”
ইতিমধ্যেই বিশ্বকাপের কাজে নিয়োজিত থাকা গাড়িগুলোর জন্য আলাদা নম্বর প্লেট দেওয়ার কাজ শুরু করেছে কাতার। এমনকি দেশটির জনগণকে ভুয়া নম্বর প্লেট ব্যবহার থেকে দূরে থাকার নির্দেশনাও দিয়েছে।
বিশ্বকাপের জন্য তৈরি করা লেনে সাধারণ গাড়ি প্রবেশের অনুমতি না থাকলেও পুলিশ ও অ্যাম্বুলেন্স যাতায়াত করার সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছেন কাতার।
কাতারের তৈরি করা এই রাস্তাগুলো অবশ্য শুধু বিশ্বকাপকে সামনে রেখে নয়। কাতার ২০৫০ প্রকল্পের অধীনে নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা। বিশ্বকাপের পর এই রাস্তা সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর