বেশ কিছুদিন আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশিত এক জরিপ থেকে জানা গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলাররা বেশ হেনস্তার শিকার হন। ফিফা এর বিরুদ্ধে কোনো উদ্যোগ না নিলেও সেই পথে হেঁটেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা।
সর্বশেষ ২০২১ সালে হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির কাছে পেনাল্টি শ্যুটআউটে ইতালির কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় ইংল্যান্ড। আর ওই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন ইংল্যান্ডের তিন কৃষ্ণাজ্ঞ ফুটবলার মার্কাস রাশফোর্ড, জর্ডান সাঞ্চো ও বুকায়ো সাকা।
পেনাল্টি মিস করা এই তিন ফুটবলারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হেনস্তার শিকার হতে হয়েছে। এমনকি কৃষ্ণাজ্ঞ বলেই তাদের বেশি সমালোচনার শিকার হতে হয়েছে।
ভবিষ্যতে যেন এমন কিছু না হয় তাই পদক্ষেপ নিয়েছে উয়েফা। সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলাররা যাতে হেনস্তার শিকার না হয় তাই টুইটার, মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রাম) ও টিকটকের সাথে কাজ শুরু করবে উয়েফা।
চলতি বছরের ৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বিষয়টি নিয়ে কাজ শুরু করবে উয়েফা। আর এই কার্যক্রম পুরো বছর জুড়েই চলবে বলেও জানিয়েছে তারা।
এই বিষয় উয়েফা বলেছে, “টুর্নামেন্টের ফাইনালে ফুটবলারদের করা হেনস্তা করার বিষয়টি যতটুকু সম্ভব আটকানোর চেষ্টা করা হবে। এর জন্য টুইটার, মেটা ও টিকটকের সাথে সরাসরি কাজ করবে উয়েফা।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর