বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে ইনজুরিতে পড়লেন ব্রাজিলের মিডফিল্ডার ফ্রেড। রোববার অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। এ খবর নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ম্যানেজমেন্ট।
দলের পক্ষ থেকে চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, ‘অনুশীলনের সময় অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েছেন ফ্রেড। তার পায়ের এমআরআই করা হবে। পরীক্ষা রিপোর্ট হাতে পাবার পরই বুঝা যাবে ফ্রেডের ইনজুরির পরবর্তী প্রক্রিয়া কি হবে। তবে ধারণা করা হচ্ছে বিশ্বকাপের শুরুর দিকে তার সার্ভিস দল নাও পেতে পারে। তবে তাকে সুস্থ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।’
বিশ্বকাপে ‘ই’ গ্রুপে রয়েছে ব্রাজিল। ঐ গ্রুপে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টা রিকা ও সার্বিয়া। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।