সিরি ‘এ’- তে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০২ জুলাই ২০২২
সিরি ‘এ’- তে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারি

নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে ইতালির সর্বোচ্চ লিগ সিরি ‘এ’। ২০২২-২৩ মৌসুমে সিরি ‘এ’-তে প্রথম নারী রেফারির অধীনে ম্যাচ খেলবে ক্লাবগুলো।

আগামী মৌসুম থেকে মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতি প্রথম নারী রেফারি হিসেবে সিরি ‘এ’-তে ম্যাচ পরিচালনা করবেন । ৩১ বছর বয়সী কাপুতি ২০২১ সালে প্রথম নারী রেফারি হিসেবে ইতালিয়ান কাপে ম্যাচ পরিচালনা করেছিলেন।

এবার ইতালির সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে কাজ করার সুযোগ পেলেন তিনি। ইতালির শীর্ষ লিগের রেফারিং পুলে জায়গা পেয়েছেন কাপুতি। অর্থাৎ আগামী মৌসুমেই প্রথম নারী রেফারি দেখতে চলেছে সিরি ‘এ’।

কাপুতির এই অর্জন সবার সানন্দে গ্রহণ করা উচিত, মত ইতালিয়ান রেফারিদের পরিচালনা কমিটির সভাপতি আলফ্রেদো ত্রেন্তালাঙ্গের।  

ফুটবলের আসল সৌন্দর্য্য আনতে যা করার করবো: ইয়ামাশিতা

বলেন “এটি খুব সুন্দর একটি মুহূর্ত এবং তৃপ্তিরও। একই সঙ্গে এটা ভাবতে খারাপও লাগে যে একজন নারীর উপস্থিতিতে কেউ কেউ আবার অবাকও হবে।”

বেশ লম্বা সময় ধরে রেফারিং পেশায় জড়িত কাপুতি। প্রায় দেড় যুগ আগে ইতালির প্রাদেশিক ও আঞ্চলিক লিগে পেশাদার রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা শুরু করেন তিনি।

sportsmail24

এরপর ২০১৫ সালে সিরি ‘ডি’তে ম্যাচ পরিচালনা করা শুরু করেন। ২০১৯ সালে রেফারিং ক্যারিয়ারে নতুন অধ্যায়ে পা দেন কাপুতি। নারীদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুটি ম্যাচ পরিচালনা করার সুযোগ পান তিনি। সেখানে তার রেফারিং নজর কেড়েছে সবার।

আন্তর্জাতিক ম্যাচেও রেফারিংয়ের অভিজ্ঞতা রয়েছে কাপুতির। ২০১৯ সালের আগস্টে স্কটল্যান্ড ও সাইপ্রাস নারী দলের ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

ম্যাচ পরিচলনার দক্ষতায় তাকে এবার ইতালির সর্বোচ্চ ফুটবল লিগে ম্যাচ পরিচালনার সুযোগ করে দিয়েছে। তার মাধ্যমেই ইতালিয়ান ফুটবল পা রাখতে চলেছে নতুন যুগে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে ‘অফসাইড প্রযুক্তি’ ব্যবহার করবে ফিফা

কাতার বিশ্বকাপে ‘অফসাইড প্রযুক্তি’ ব্যবহার করবে ফিফা

বিশ্বকাপের ১৮ লাখ টিকিট বিক্রি করেছে ফিফা

বিশ্বকাপের ১৮ লাখ টিকিট বিক্রি করেছে ফিফা

১৯ বছরের রেকর্ড ভাঙলেন বুমরাহ, লজ্জ্বার রেকর্ড ব্রডের

১৯ বছরের রেকর্ড ভাঙলেন বুমরাহ, লজ্জ্বার রেকর্ড ব্রডের

চুক্তি নবায়ন, লিভারপুলের ইতিহাসে সবচেয়ে বেশি বেতনভোগী সালাহ

চুক্তি নবায়ন, লিভারপুলের ইতিহাসে সবচেয়ে বেশি বেতনভোগী সালাহ