রাশিয়ায় ১৪ জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর। এবারের আসরে ৩২টি দল অংশ নিচ্ছে। বিগত আসরগুলোতে মাত্র ৮টি দেশ শ্রেষ্ঠত্বের শিরোপা হাতে নিতে পেরেছে। এবারের আসরে কি নতুন কোন দেশ নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারবে?
চলুন জেনে নেই গত ২০ আসরের বিজয়ী দলগুলো-
১৯৩০ সাল : উরুগুয়ে
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসর বসেছিল উরুগুয়েতে। ১৩ দলের ওই আসরের সেমিফাইনালে খেলেছিল স্বাগতিক উরুগুয়ে, আর্জেন্টিনা, যুগোস্লাভিয়া ও যুক্তরাস্ট্র। ওই দুটি সেমি-ফাইনালে উরুগুয়ে ও আর্জেন্টিনা উভয় দেশই জয় লাভ করেছিল ৬-১ গোলের ব্যবধানে। উরুগুয়ে হারিয়েছিল যুগোস্লাভিয়াকে এবং আর্জেন্টিনা হারিয়েছিল যুক্তরাস্ট্রকে।
ফাইনালে স্বাগতিক উরুগুয়ে ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করে। মন্টেভিডিওর এস্তাদিও সেন্টেনারিওতে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করেছে ৬৮ হাজারেরও বেশি দর্শক। সর্বোচ্চ ৮ গোল করে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার পুরস্কার পান আর্জেন্টিনার গুইলারমো স্টাবিল।
১৯৩৪ সাল : ইতালি
১৯৩৪ আসরটি ছিল প্রথম বিশ্বকাপ যেখানে অংশগ্রহণকারী দলগুলোকে বাছাইপর্বের বাধা অতিক্রম করে আসতে হয়েছে। দ্বিতীয় আসরে মোট ষোলটি দল অংশ নেয়। তবে অংশ নেয়নি উরুগুয়ে। উদ্বোধনী আসরে ইউরোপের মাত্র চারটি দল উরুগুয়ের মাটিতে খেলার আমন্ত্রণ গ্রহণ করেছিল। তারই প্রতিবাদে ইতালি বিশ্বকাপ বর্জন করে উরুগুয়ে।
চ্যাম্পিয়নদের অনুপস্থিতির সুযোগে ওই আসরের শিরোপাটি ঘরে তুলে স্বাগতিক ইতালি। গ্রুপ পর্ব ছাড়া সরাসরি নকআউট পদ্ধতির ওই টুর্নামেন্টে আজ্জুরিরা যুক্তরাষ্ট্র, স্পেন ও অস্ট্রিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে। রোমে অনুষ্ঠিত ফাইনালের অতিরিক্ত সময়ে এ্যাঞ্জেলো চিয়াভোর দেয়া গোলে ইতালি ২-১ গোলে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে । অবশ্য চেক ফরোয়ার্ড অলড্রিচ নেজেদলি ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন।
১৯৩৮ সাল : ইতালি
বিশ্বকাপের তৃতীয় আসরটি বসেছিল ফ্রান্সে। তবে শিরোপাটি ফের জিতে নেয় ইতালি। এর মাধ্যমে টানা দুইবার শিরোপা জয়ের রেকর্ডও গড়ে নেয় দেশটি। জার্মানীর সঙ্গে ভুখণ্ড নিয়ে বিরোধের কারণে ওই আসর থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় অস্ট্রিয়া। ফলে ১৫ দল নিয়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি। এতে অন্তর্ভুক্ত হয়েছিল ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমান ইন্দোনেশিয়া) এবং কিউবা। ফাইনালে হাঙ্গেরিকে ৪-২ গোলে হারিয়ে ফের শিরোপা জয় করে ইতালি। তবে ৭ গোল করে শীর্ষ গোলদাতার পুরস্কার জিতে নেন ব্রাজিলীয় তারকা লিওনিদাস।
এরপর তৃতীয় শিরোপা জয় করতে ইতালিকে অপেক্ষা করতে হয়েছে ১৬ বছর। ফলে টানা দুই শিরোপা জয়ী কোচের আসন পাকা হয়ে যায় ভিট্টোরিও পজ্জোর।
১৯৫০ সাল : উরুগুয়ে
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে দুই আসর বিরতির পর ১৯৫০ ব্রাজিলে অনুষ্ঠিত আসরে পুনরায় চ্যাম্পিয়ন হয় প্রথম আসরের শিরোপা জয়ী উরুগুয়ে। ব্রাজিল টুর্নামেন্টের মাধ্যমে ফের দক্ষিণ আমেরিকা অঞ্চলে ফিরে যায় বিশ্বকাপ শিরোপা। ১৬ দলের অংশগ্রহণে ওই টুর্নামেন্টে প্রথমবারের মত প্রবর্তিত হয় জুলেরিমে ট্রফি।
ফিফার সভাপতি হিসেবে এই ফরাসি নাগরিকের ২৫ বছর পুর্তিতে এটি প্রবর্তিত হয়। ওই আসরে গ্রুপ পর্বের ম্যাচে চলে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা। ইংল্যান্ডকে হারিয়ে প্রথম অঘটনের জন্ম দেয় যুক্তরাষ্ট্র। মারাকানা স্টেডিয়ামে ২ লাখ দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে হুয়ান আলবার্তো চিয়াফিনো এবং আলসিডেস ঘিজ্জিয়ার গোলে স্বাগতিক ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা লাভ করে উরুগুয়ে। তবে সর্বাধিক ৮ গোল করে গোল্ডেন বুট জয় করেন স্বাগতিক তারকা আডেমির।
১৯৫৪ সাল : পশ্চিম জার্মানি
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আসরটিতে হাঙ্গেরী শিরোপা জিতবে বলে ধারণা করা হচ্ছিল। তৎকালীন বিশ্ব ফুটবলে একক প্রাধান্য বিস্তার করা হাঙ্গেরী দুর্দান্ত ফর্মে থাকায় এমন ধারণা হয়েছিল বিশ্ববাসীর। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিরোপা জিতে নেয় পশ্চিম জার্মানি।
ওই আসরেই প্রথমবারের মত খেলা সম্প্রচার করা হয় টেলিভিশনে। যার বদৌলতে ম্যাচের দর্শক হয় বিশ্বব্যপী। ফাইনালে দুই গোলে পিছিয়ে পড়া জার্মানী শেষ পর্যন্ত জয়লাভ করে ৩-২ গোলে। ১১ গোল করে টুর্নামেন্ট সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন হাঙ্গেরির আইকন স্যান্ডর ককসিস।
১৯৫৮ সাল : ব্রাজিল
এ আসরে যোগ দিয়েই টুর্নামেন্টের খ্যাতি বাড়িয়ে দেন ব্রাজিলের ১৭ বছর বয়সি পেলে। তবে গ্রুপ পর্বে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের আগে আগে খোলস ছেড়ে বের হননি ব্রাজিলের ওই বিস্ময় বালক। কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে প্রথম গোলটি পান পেলে।
সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েন তিনি। আর ফাইনালে পেলের জোড়া গোলে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে পরাজিত করে ব্রাজিল। ১৩ গোলের রেকর্ড গড়ে গোল্ডেন বুট জয় করলেও পেলের আসল চেহারা তখনো উন্মোচিত হয়নি।
১৯৬২ সাল : ব্রাজিল
আসরটি বেশি পরিচিতি পেয়েছে বিষাক্ত পরিবেশের কারণে। এছাড়া স্বাগতিক চিলি এবং ইতালির মধ্যে প্রথম রাউন্ডের ম্যাচেই চরম উত্তেজনার সৃষ্টি হয়, যেটিকে বলা হয় ‘ব্যাটেল ফর সান্টিয়াগো’। ওই ম্যাচে পেশী শক্তি ব্যবহার ও রেফারির সঙ্গে বসচায় লিপ্ত হবার দায়ে দুই খেলোয়াড়কে বের করে দেয়া হয় লাল কার্ড দেখিয়ে। পুরো ম্যাচ জুড়ে ছিল কার্ডের ছড়াছড়ি।
মাত্র এক ম্যাচ খেলেই তারকা ফুটবলার পেলে ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যাওয়ার পরও আসরের ফাইনালে ব্রাজিল ৩-১ গোলে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে শিরোপা জয় করে।
১৯৬৬ সাল : ইংল্যান্ড
১৯৬৬ সালে ওয়েম্বলিতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আজীবন মনে রাখবে ইংলিশ সমর্থকরা। যে ম্যাচে ৪-২ গোলে পশ্চিম জার্মানীকে হারিয়ে শিরোপা জয় করেছিল ইংল্যান্ড। ওই আসরের বিষ্ময় প্যাকেজ ছিল উত্তর কোরিয়া। যারা চিলির সঙ্গে ড্রয়ের পর হারিয়ে দেয় ইতালীকে। পরে কোয়ার্টার ফাইনালে অবশ্য ইসেবিওর অনুপ্রেরণায় গড়া পর্তুগালের কাছে হার মানে উত্তর কোরিয়া।
১৯৭০ সাল : ব্রাজিল
উত্তর আমেরিকায় প্রথম কোন ফাইনাল ম্যাচ এবং প্রথম কোন রঙ্গিন সম্প্রচার। প্রথম লাল ও হলুদ কার্ডের প্রচলন এবং প্রথম এডিডাস ফুটবলের প্রবর্তন। গোটা টুর্নামেন্ট শাসন করেছে ব্রাজিল এবং তাদের আকর্ষনীয় হলুদ রংয়ের জার্সি। যার মাধ্যমে তারা ফুটবলের ইতিহাসে নিজেদের সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
যে দলটিতে ছিলেন কার্লোস আলবার্তো, পেলে, গেরসন, জাইরঝিনহো, রিভেলিনো এবং টোসটাও’র মত কিংবদন্তী ফুটবল তারকারা। ব্রাজিলের হয়ে ছয় ম্যাচে অংশ নিয়ে প্রত্যেক ম্যাচেই গোল পেয়েছেন জাইরঝিনহো। তন্মধ্যে ফাইনালে ইতালির বিপক্ষের গোলটি রয়েছে। যে ম্যাচে ৪-১ গোলে জয়লাভ করে ব্রাজিল। এ আসর দিয়েই কোচ এবং খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের নজীর স্থাপন করেছেন মারিও জাগালো।
১৯৭৪ সাল : পশ্চিম জার্মানি
তিন বিশ্বকাপ জয় করে ব্রাজিল জুলে রিমে ট্রফি সম্পুর্ণভাবে নিজেদের করার পর নতুন ট্রফিতে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপের ট্রফি জিতে নেয় স্বাগতিক পশ্চিম জার্মানি।
ওই আসরে প্রথমবারের মত অংশগ্রহণের সুযোগ লাভ করে অস্ট্রেলিয়া, পুর্ব জার্মানি, হাইতি এবং জায়ার। ফাইনালে জোহান ক্রুইফের হল্যান্ডকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্বাগতিক পশ্চিম জার্মানি। পিছিয়ে পড়ার পরও তারা ২-১ গোলে জয়লাভ করে।
১৯৭৮ সাল : আর্জেন্টিনা
১৬ দলের অংশগ্রহণে এটি ছিল বিশ্বকাপের শেষ টুর্ণামেন্ট। যে আসরে পঞ্চমবারের মত শিরোপা জয় করে স্বাগতিক দল। টুর্ণামেন্টে আবারও ফাইনালে উঠেছিল হল্যান্ড। কিন্তু বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে তাদের হারিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে স্বাগতিক আর্জেন্টিনা।
আসরের সর্বোচ্চ গোলদাতা মারিও কেম্পেসের জোড়া গোলে ভর করে ডাচদের ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। ব্যক্তিগত ছয় গোলের সুবাদে তিনি লাভ করেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
১৯৮২ সাল : ইতালি
দল বাড়িয়ে ২৪ দলের বিশ্বকাপে পরিণত হয় এই আসরে। যেখানে যুক্ত হয় কুয়েত, নিউজিল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড। স্পেনে অনুষ্ঠিত ওই আসরে প্রথমবারের মত টাইব্রেকারের প্রবর্তন ঘটে। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে পশ্চিম জার্মানি ফাইনালে খেলার টিকিট লাভ করে।
সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ফাইনালে গোল্ডেন বুট বিজয়ী পাওলো রোসির সহায়তায় ৩-১ গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি।
১৯৮৬ সাল : আর্জেন্টিনা
মূল আয়োজক ছিল কলম্বিয়া। কিন্তু ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে আর্থিক সঙ্কটের কারণে তারা আয়োজক দেশের দায়িত্ব থেকে সরে আসে। ফলে আসরটির আয়োজন স্বত্ব লাভ করে মেক্সিকো। ওই আসরেই বহুল আলোচিত ‘ ঈশ্বরের হাত’ দিয়ে গোলের মাধ্যমে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন দিয়েগো ম্যারাডোনা। শুধু তাই নয় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন সর্বকালের সেরা ফুটবলার হিসেবে।
আসরে মাঠে পরিচিতি লাভ করে ‘মেক্সিকান ওয়েব’। যেখানে একক নৈপুন্য দিয়ে ম্যারাডোনা দলকে জেতানোর পাশাপাশি নিজেকে পৌঁছে দেন অনন্য এক উচ্চতায়। আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টাইন অধিনায়ক ম্যারাডোনা জার্মানির বিপক্ষে দলকে ৩-২ গোলে জয় এনে দেন।
১৯৯০ সাল : পশ্চিম জার্মানি
মেক্সিকোর পর দ্বিতীয়বারের মত বিশ্বকাপ আয়োজেন দায়িত্ব লাভ করে ইতালি। আসরে নতুন দল হিসেবে অংশ নেয় কোস্টারিকা, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং সংযুক্ত আরব আমিরাত। রোমাঞ্চে ভরা ওই আসরে সবচেয়ে বেশি আনন্দের খোরাক যুগিয়েছেন ক্যামেরুন তারকা রজার মিলা।
কলম্বিয়ার গোল রক্ষক রেনে হিগুইটার আকস্মিক সব কাজকর্মও দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। আসরে ক্যামেরুন টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে সক্ষম হয় । তবে শেষ পর্যন্ত ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে পশ্চিম জার্মানি।
১৯৯৪ সাল : ব্রাজিল
মার্কিন যুক্তরাষ্ট্রের ৯টি শহরে অনুষ্ঠিত হয়েছিল ফিফা বিশ্বকাপের ১৫তম আসর। যেটি ছিল আর্থিকভাবে সমৃদ্ধ। ওই আসরের প্রতিটি ম্যাচে গড়ে ৬৯ হাজার দর্শক উপস্থিত ছিল। যা বিশ্বকাপের দর্শক উপস্থিতির অতীত রেকর্ড ভেঙে দিযেছে। সর্বমোট আনুমানিক ৩.৬ মিলিয়ন দর্শক মাঠে বসে ওই আসরের খেলা উপভোগ করেছে। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক।
ওই আসরে নতুন দল হিসেবে অংশ নেয় গ্রীস, সৌদি আরব ও নাইজেরিয়া। সৌভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার প্রথম ওই আসরে অংশ নেয় নতুন চেহারার রাশিয়া। ক্যালিফোর্নিয়ার পাসাদেনার রোজবোলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইতালিকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জয় করে ব্রাজিল। অতিরিক্ত সময় পর্যন্ত গোল শূন্য ড্র ছিল ম্যাচটি। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোন ফাইনাল, যেটি টাইব্রকোরের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
১৯৯৮ সাল : ফ্রান্স
আসরে দল সংখ্যা আরেক দফা বাড়িয়ে ৩২টি করা হয়। প্রথমবারের মত প্রবর্তন করা হয় গোল্ডেন গোলের। প্যাগুয়েকে হারিয়ে শেষ দল হিসেবে শেষ ষোল নিশ্চিত করে ফ্রান্স। এরপর অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। জিনেদিন জিদানের জোড়া গোলে ভর করে ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে ফ্রান্স।
২০০২ সাল : ব্রাজিল
স্তাদে ডি ফ্রান্সে শিরোপা হাত ছাড়া করার চার বছর পর শেষ পর্যন্ত শিরোপা স্বাদ লাভ করেন ব্রাজিলীয় সুপার স্টার রোনালদো। জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে আট গোল আদায়ের মাধ্যমে গোল্ডেন বুটও নিজের করে নেন এই যাদুকরী তারকা।
টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন হচ্ছে আর্জেন্টিনা এবং চ্যাম্পিয়ন ফ্রান্সের গ্রুপ পর্ব থেকে বিদায়। আর প্রথমবারের মত টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে দক্ষিন কোরিয়া। ফাইনালে রোনালদোর দুর্দান্ত নৈপুন্যে ব্রাজিল ২-০ গোলে হারায় জার্মানিকে। এরই মধ্যে দিয়ে সর্বাধিক ৫টি বিশ্বকাপ শিরোপা জয়ের নজির গড়ে সেলেকাওরা।
২০০৬ সাল : ইতালি
১২ বছর আগে আমেরিকার মাটিতে ট্রাইব্রকোরে পরাজিত হওয়া ইতালিয়রা জার্মানির মাটিতে পুনরুদ্ধার করতে সক্ষম হয় বিশ্বকাপ শিরোপা। আসরে নতুন দল হিসেবে অংশ নেয় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, এঙ্গোলা, ঘানা, আইভরি কোস্ট এবং টোগো। টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ফরাসি তারকা জিনেদিন জিদানের ঐতিহাসিব ‘ঢুস’।
ইতালিয় ফুটবলার মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে ঢুস মেরে মাটিতে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন এই ফুটবল সুপার স্টার। ফলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয়ী হয়ে শিরোপা ঘরে তুলে ইতালি।
২০১০ সাল : স্পেন
এটি ছিল স্পেনের সোনালী অধ্যায়। ২০০৮ সালের ইউরো শিরোপা জয়ী স্পেন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের শিরোপা জয় করে। টুর্নামেন্টে বাফানা বাফানারাই প্রথম কোন স্বাগতিক দল যারাা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত করে। আর অপরাজিত থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই ড্র করে তারা।
সবক’টি ম্যাচে জয় পাওয়া স্পেন ফাইনালে অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে ১-০ গোলে হারায় হল্যান্ডকে। এটি এমন একটি ফাইনাল যেখানে ১৪টি হলুদ ও একটি লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে।
২০১৪ সাল : জার্মানি
নিজেদের মাঠে আয়োজিত বিশ্বকাপের শিরোপা জয়ের বিষয়ে বেশি প্রত্যাশা ছিল ব্রাজিলকে ঘিরে। কিন্তু ১৯৫০ সালের মত আবারও ঘরের মাটিতে শিরোপা লাভে ব্যর্থ সর্বাধিক বিশ্বকাপ শিরোপার মালিকরা। দলের তারকা স্ট্রাইকার নেইমার কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণের সময় ইনজুরির কবলে পড়ে মাঠের বাইরে চলে যাবার খেসারত হিসেবে সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে ধরাশায়ী হয় ব্রাজিল।
ফাইনালে লিওেনেল মেসির আর্জেন্টিনাকে শোকের সাগরে ভাসিয়ে শিরোপা নিশ্চিত করে জার্মানি। এটি ছিল তাদের চতুর্থ শিরোপা। তবে দুই জার্মানি একীভূত হবার পর এটি তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা।