ক্লেমেন্ট লেংলেটকে বার্সেলোনা থেকে ধারে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৭ এএম, ৩০ জুন ২০২২
ক্লেমেন্ট লেংলেটকে বার্সেলোনা থেকে ধারে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম

ফরাসি ডিফেন্ডার ক্লেমেন্ট লেংলেটকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনার সঙ্গে কিছুদিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছিল টটেনহ্যাম হটস্পার। অবশেষে স্প্যানিশ ক্লাবের সঙ্গে লেংলেটকে দলে ভেড়াতে চুক্তির ব্যাপারে সম্মত হতে পেরেছে ইংলিশ ক্লাবটি। 

এক বছরের জন্য বার্সেলোনার লিংলেটকে ধারে দলে ভিড়িয়েছে টটেনহ্যাম। চুক্তিতে পরবর্তীতে ফরাসি ডিফেন্ডারকে কিনে নেওয়ার সুযোগও থাকছে। এর আগেও একবার লেংলেটকে বিক্রি করার চেষ্টা করেছিল বার্সেলোনা। কিন্তু লেংলেট রাজি হয়নি। শেষ কয়দিনে বার্সেলোনার একাদশে ব্রাত্য হয়ে পড়েছিলেন তিনি।

২০১৮ সালে আরেক স্প্যানিশ ক্লাব সেভিলা থেকে বার্সেলোনায় গিয়েছিলেন লেংলেট। শুরুতে দারুণ ফর্মে ছিলেন, বার্সেলোনার রক্ষণভাগের ভরসা হয়ে উঠছিলেন। কিন্তু সময়ের সাথে ফর্ম হারিয়ে ফেলে সমর্থকদের কাছেও সমালোচিত হয়েছেন। নতুন কোচ জাভিয়ের হার্নান্দেজের পরিকল্পনাতেও তার থাকার সম্ভবনা কম।

এছাড়া সেভিলা থেকে ফরাসি ফুটবলার জুলস কৌন্দেকে কেনার জন্য বার্সেলোনাকে চাপ দিচ্ছে জাভি। কৌন্দে বার্সেলোনা আসলে লেংলেটের জার্সিতে ম্যাচ খেলার সম্ভাবনা কমে যাবে।

বার্সেলোনা ছাড়তে চান না, ক্যোমানকে বললেন ইয়ং

এসব দিক বিবেচনা করে বার্সেলোনাতে নিজের ভবিষ্যৎ অনিশ্চিত দেখে টটেনহ্যাম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লেংলেট। বর্তমান ছুটিতে রয়েছেন তিনি। ছুটি কাটিয়ে লন্ডনের ক্লাবটিতে সরাসরি যোগ দিতে পারে ফরাসি ডিফেন্ডার।

এদিকে টটেনহ্যামও একজন লেফট সেন্টারব্যাক খুঁজছিল। সেক্ষেত্রে চেলসি কোচের পছন্দ ছিল লেংলেট। কিন্তু বার্সেলোনার সঙ্গে দাম নিয়ে বনিবনা হচ্ছিল না। অবশেষে লেংলেটকে দলে ভেড়াতে চুক্তির সব ব্যাপারে সম্মত হয়েছে ক্লাব দু’টি।

চার বছরের বার্সেলোনা ক্যারিয়ারে ১০৫ ম্যাচ খেলেছেন লেংলেট। এ সময়ে বার্সেলোনার জার্সিতে চারটি গোল রয়েছে তার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

পেছাচ্ছে মেয়েদের সাফ, হতে পারে ভেন্যুর পরিবর্তন

পেছাচ্ছে মেয়েদের সাফ, হতে পারে ভেন্যুর পরিবর্তন

চেলসিতে যাবেন নেইমার, আশায় আছেন সিলভা

চেলসিতে যাবেন নেইমার, আশায় আছেন সিলভা

বিশ্বকাপের ১৮ লাখ টিকিট বিক্রি করেছে ফিফা

বিশ্বকাপের ১৮ লাখ টিকিট বিক্রি করেছে ফিফা

ফুটবলের আসল সৌন্দর্য্য আনতে যা করার করবো: ইয়ামাশিতা

ফুটবলের আসল সৌন্দর্য্য আনতে যা করার করবো: ইয়ামাশিতা