পেছাচ্ছে মেয়েদের সাফ, হতে পারে ভেন্যুর পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ এএম, ৩০ জুন ২০২২
পেছাচ্ছে মেয়েদের সাফ, হতে পারে ভেন্যুর পরিবর্তন

নির্ধারিত সময়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে না। স্বাগতিক নেপালের অনুরোধে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে সর্বোচ্চ প্রতিযোগিতা পেছানো হচ্ছে। শুধু সূচি নয় নির্ধারিত ভেন্যুও পরিবর্তন হতে পারে। 

চলতি বছরের ১২ আগস্ট থেকে নেপালে শুরু হওয়ার কথা ছিল মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। চলতি মাসের ২০ জুন নেপালের ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর এত কম সময়ে নতুন কমিটির পক্ষে এত বড় টুর্নামেন্ট আয়োজন করা কঠিন।

এজন্য টুর্নামেন্ট পেছানোর অনুরোধ করেছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। ছয় দল নিয়ে সম্ভাব্য ভেন্যু নেপালের পোখারা থেকে রাজধানী কাঠমুন্ডুতেও আয়োজন করা হতে পারে টুর্নামেন্টটির।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল গণমাধ্যমকে জানিয়েছেন, “সাফ নারী চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে। আপাতত নির্দিষ্ট সময়ে হচ্ছে না। শিগগিরই নতুন সময় ঠিক হবে। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে নতুন কমিটি এসেছে। তাই সময় নিয়ে আয়োজন করতে চাইছে।”

বিশ্বকাপের ১৮ লাখ টিকিট বিক্রি করেছে ফিফা

এছাড়া অক্টোবরেও নেপাল জুড়ে দুর্গাপূজা উপলক্ষে চলা উৎসবের কারণে টুর্নামেন্টটি  করা সম্ভব নয়। "৪ অক্টোবর নেপালে দুর্গাপূজা। ওই সময় সারা নেপাল জুড়ে উৎসব হয়। ফলে তখন টুর্নামেন্ট করা সম্ভব নয়। আগস্টের শেষ সপ্তাহ আয়োজনের বিষয়টি জোর দিয়েছি" বলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

সাফের ষষ্ট আসরের জন্য প্রস্ততিতে ব্যস্ত সাবিনা-আখিরা। কিছুদিন আগেই মালয়েশিয়ার মেয়েদের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাসে টগবগ করছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

sportsmail24

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে সর্বোচ্চ এই টুর্নামেন্টে বাংলাদেশ এখনো শিরোপা জিততে পারেনি। ২০১৬ সালে রানার্সআপ হওয়াটাই এখন পর্যন্ত সেরা সাফল্য। ওই আসরের ফাইনালে ভারতের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল কৃষ্ণা-আখিরা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসিতে যাবেন নেইমার, আশায় আছেন সিলভা

চেলসিতে যাবেন নেইমার, আশায় আছেন সিলভা

ফুটবলের আসল সৌন্দর্য্য আনতে যা করার করবো: ইয়ামাশিতা

ফুটবলের আসল সৌন্দর্য্য আনতে যা করার করবো: ইয়ামাশিতা

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে

গাম্পার ট্রফিতে রোমার ‌‘বিতর্কিত’ সিদ্ধান্ত, ক্ষেপেছে বার্সেলোনা

গাম্পার ট্রফিতে রোমার ‌‘বিতর্কিত’ সিদ্ধান্ত, ক্ষেপেছে বার্সেলোনা