চেলসিতে যাবেন নেইমার, আশায় আছেন সিলভা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ এএম, ৩০ জুন ২০২২
চেলসিতে যাবেন নেইমার, আশায় আছেন সিলভা

ফুটবল পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, নতুন মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জার্সিতে দেখা যাবে না নেইমারকে। গ্রীষ্মকালীন দলবদলেই তাকে বিক্রি করতে চায় ফরাসি ক্লাবটি। নেইমার পিএসজি ছাড়লে ইংলিশ ক্লাব চেলসিতে যাবেন, আশায় আছেন তার ব্রাজিল দলের সতীর্থ থিয়াগো সিলভা।

২০১৭ সালে নেইমারকে রেকর্ড মূল্যে বার্সেলোনা থেকে উড়িয়ে নিয়ে গিয়েছিলো পিএসজি। উদ্দেশ্য একটাই, চ্যাম্পিয়নস লিগ জেতা। কিন্তু পাঁচ বছরে ফরাসি লিগ ও তিনটি ফ্রেঞ্চ কাপসহ পিএসজির হয়ে ১১টি শিরোপা জিতলেও পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি নেইমার। এছাড়া নেইমারের সাম্প্রতিক পারফর্মেন্সেও নাকি পিএসজি সভাপতি বিরক্ত। তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় দিতে চান ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

নেইমারের পিএসজির ছাড়ার সম্ভাবনা তৈরি হওয়ার পর ফুটবল বিশ্বের অন্যতম আলোচনার বিষয় তার পরবর্তী ঠিকানা। এমন অবস্থায় নেইমারের ব্রাজিল দলের সতীর্থ সিলভা তাকে ইংলিশ ক্লাব চেলসিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চেলসি অধিনায়ক বলেন, "তার চেলসিতে যাওয়া উচিত। সে যদি পিএসজি ছাড়ে, তাহলে অবশ্যই সেখানে যাওয়া উচিত।"

সিলভা আশা করছেন নেইমারের পিএসজি ছাড়া এবং চেলসিতে যাওয়াটা বাস্তবে পরিণত হবে। “আমি আশা করছি এটা শুধু খবরেই থাকবে না, বাস্তবেই ঘটবে। তবে আসল সত্যটা যে কী, তা আমি জানি না” যোগ করেন সিলভা।

পিএসজি সভাপতির ইঙ্গিত, নেইমারকে বিক্রি করে দিতে পারে

নেইমার চেলসিতে গেলে দারুণ ব্যাপার হবে বলে মনে করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। নেইমারকে নিজের ভালো বন্ধু হিসেবেও দাবি করেন তিনি। বলেন, "এমনটা যদি হয়, তাহলে সেরা ব্যাপারটাই ঘটবে। নেইমারের সামর্থ্য নিয়ে কথা বলার কিছু নেই আমাদের। এর পাশাপাশি সে আমার খুব ভালো বন্ধু।"

গুঞ্জন রয়েছে, পিএসজি সভাপতির সাম্প্রতিক বক্তব্যে নেইমার নিজেও বিরক্ত হয়ে ক্লাব ছাড়তে চান। এদিকে একজন উইঙ্গার খুঁজে বেড়াচ্ছে চেলসি। দুইয়ে দুইয়ে যদি চার মিলে যায় ২০২২-২৩ মৌসুমে চেলসির জার্সিতে নেইমারকে দেখাও যেতে পারে।

sportsmail24

এছাড়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে ঘিরে সব পরিকল্পনা সাজাচ্ছে পিএসজি। সেই পরিকল্পনায় নেইমার কতটুকু থাকবেন বাঁ আদৌ থাকবেন কিনা সেটাও একটা প্রশ্ন। যদিও নেইমার বলেছিলেন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করতে চান কিন্তু পরিস্থিতি হয়তো নেইমারকে ক্লাব ছাড়তে বাধ্য করবে।

পিএসজির জার্সিতে পাঁচ বছরে এখন পর্যন্ত ১৪৬ ম্যাচে মাঠে নেমেছেন নেইমার। এ সময়ে তার গোল ১০৩টি। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

মৌখিক ছুটি চেয়েছেন সাকিব, চিঠি পেলে ভেবে দেখবে বিসিবি

মৌখিক ছুটি চেয়েছেন সাকিব, চিঠি পেলে ভেবে দেখবে বিসিবি

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে

জুনিয়র পিএসএলে মেন্টরের দায়িত্বে আফ্রিদি-স্যামি-মালিক

জুনিয়র পিএসএলে মেন্টরের দায়িত্বে আফ্রিদি-স্যামি-মালিক

উইংয়ে নেইমারকে খেলানো হবে ‘গাধার’ কাজ: তিতে

উইংয়ে নেইমারকে খেলানো হবে ‘গাধার’ কাজ: তিতে