চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ১৮ লাখ টিকিট বিক্রি করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা।
চলতি বছরের ৫ জুলাই থেকে দ্বিতীয় দফায় টিকিট বিক্রি শুরু করবে ফিফা। এটাই হবে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি। দুই দফা মিলিয়ে মোট ৩০ লাখ টিকিট বিক্রির আশা করছে ফিফা।
বিদেশি সমর্থক ছাড়াও কাতার ও আরব অঞ্চলের ফুটবল সমর্থকদের জন্য আলাদাভাবে টিকিট বিক্রি করছে ফিফা। আর এই অঞ্চলের ফুটবল সমর্থকরাই বেশি টিকিট পাবেন বলেও জানিয়েছে ফিফা।
কাতার বাদে টিকিট ক্রয়ের শীর্ষে আছে কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, সৌদি আরব, স্পেন, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকরা। এই বিষয়টিও জানিয়েছে ফিফা।
৫ জুলাই শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি শেষ হবে ১৬ আগস্ট। এই দফায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি করা হবে। টিকিট নিশ্চিত করার জন্য সাথে সাথেই দিতে হবে অর্থও।
কাতার বিশ্বকাপের প্রথম ধাপের টিকিট বিক্রির জন্য আবেদন গ্রহণ করেছিল ফিফা। সেইখান থেকে দৈবচয়ন ভিত্তিতে টিকিট দেওয়া হয়েছে।
চলতি বছরের ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের এবারের আসরে ৩০ লাখ সমর্থক খেলা দেখতে আসার ব্যাপারে আশাবাদী ফিফা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর