উইংয়ে নেইমারকে খেলানো হবে ‘গাধার’ কাজ: তিতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৮ জুন ২০২২
উইংয়ে নেইমারকে খেলানো হবে ‘গাধার’ কাজ: তিতে

অনেক ফুটবলারই জাতীয় দল ও ক্লাবে ভিন্ন পজিশনে খেলে থাকেন। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারেরও জাতীয় দল ও ক্লাবের পজিশন ভিন্ন। ব্রাজিল দলে যেখানে তিনি স্ট্রাইকার, সেখানে পিএসজিত তাকে খেলানো হয় উইংয়ে। এটা নিয়েই খেপেছেন ব্রাজিল বস তিতে। এমনকি যে কোচ নেইমারকে উইংয়ে খেলায় তাকে গাধা বলেছেন তিনি।

শেষ কয়েক মাসে পিএসজির নেইমারকে নিয়ে যেন অভিযোগের শেষ নেই। পিএসজির সভাপতিও নাকি নেইমারের পারফর্মেন্স নিয়ে খুশি নন। এমনকি এই ব্রাজিলিয়ানকে বিক্রি করার কথাও ভাবছে তারা।

ব্রাজিল দলে আবার দারুণ ফর্মে আছেন নেইমার। সর্বশেষ দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও গোল পেয়েছেন তিনি। অথচ পিএসজির জার্সিতেই যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না নেইমার।

তবে পিএসজির জার্সিতে নেইমারের ভালো না খেলার পিছনে তার পজিশন দায়ী বলে মনে করেন ব্রাজিল কোচ তিতে। যে কোনো দলের আক্রমণের কেন্দ্রে নেইমারকে রাখা উচিত বলে মনে করেন তিনি।

পিএসজি সভাপতির ইঙ্গিত, নেইমারকে বিক্রি করে দিতে পারে

তিতে বলেন, “তারা বলছে নেইমারে সেখানে ( পিএসজি) ভুল করছে। কিন্তু তার পজিশনই তাকে ভুল করাচ্ছে। যদি কোনো কোচ নেইমারকে উইংয়ে খেলায় তাকে আমি ‘গাধা’ বলবো। এটা নেইমারের মতো একজন খেলোয়াড়কে সীমাবদ্ধতা এনে দেয়।”

২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ইউরো দিয়ে উড়িয়ে নিয়ে গিয়েছিল পিএসজি। উদ্দেশ্য ছিল, চ্যাম্পিয়নস লিগ ঘরে তোলা। কিন্তু পাঁচ বছরে সে আশা পূর্ণ হয়নি ফরাসি ক্লাবটির।

অবস্থা এমন দাঁড়িয়েছে যে, ২০২২-২৩ মৌসুমে পিএসজির জার্সি গায়ে নেইমারকে আর দেখা নাও যেতে পারে। ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঠিকঠাক প্রস্তাব পেলে নেইমারকে বিক্রি করে দিতে চায় পিএসজি।

বিশ্বকাপে পৌঁছে গেছি, এখন সময় চ্যাম্পিয়ন হওয়ার: তিতে

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা পেলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন নেইমার। পেলের ৭৭ গোলের রেকর্ড ভাঙতে নেইমারের প্রয়োজন মাত্র ৪ গোল। ৭৪  গোল গোল নিয়ে ইতিমধ্যে তালিকায় ২য় স্থানে রয়েছেন তিনি।

ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন পেলে। সেখানে নেইমার ৭৪ গোল করতে খেলেছেন ১১৯ ম্যাচ। তাই দ্রুত সময়ে গোল করাতে পেলের পিছনেই থাকছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

‘বেনজেমার চেয়ে নিজেকে ভালো প্রমাণ করতে বার্সেলোনায় যেতে চায় লেভানডোভস্কি’

‘বেনজেমার চেয়ে নিজেকে ভালো প্রমাণ করতে বার্সেলোনায় যেতে চায় লেভানডোভস্কি’

বার্সেলোনায় নিজের নতুন শুরু চান ক্রিস্টেনসেন

বার্সেলোনায় নিজের নতুন শুরু চান ক্রিস্টেনসেন

রিয়ালে থাকার বিষয়টি নিশ্চিত করলেন ভিনিসিয়াস

রিয়ালে থাকার বিষয়টি নিশ্চিত করলেন ভিনিসিয়াস

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে