ম্যানসিটি থেকে শৈশবের ক্লাবে ফিরলেন ফার্নান্দিনহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৮ জুন ২০২২
ম্যানসিটি থেকে শৈশবের ক্লাবে ফিরলেন ফার্নান্দিনহো

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহোর ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল অ্যাথলেটিকো পারানায়েন্সের হয়ে। ক্যারিয়ারের অন্তিম সময়ে  সেই পুরোনো ক্লাবেই ফিরে এসেছেন এই তারকা মিডফিল্ডার। ম্যানচেস্টার সিটি ছেড়ে এই ক্লাবটিতে ফিরেছেন তিনি।

ফার্নান্দিনহোকে নিজেদের ক্লাব ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছে অ্যাথলেটিকো পারানায়েন্স। তবে ঠিক কতদিনের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়েছেন তা এখনও জানা যায়নি। গণমাধ্যমের খবর, ক্লাবটিতে দুই মৌসুম খেলবেন তিনি।

২০০৫ সালে অ্যাথলেটিকো পারায়েন্স থেকে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেস্কে নাম লেখান ফার্নান্দিনহো। সেখানে আট বছর খেলার পর যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। ক্লাবটির হয়ে নয় বছর খেলেছিলেন তিনি।

এই সময়ে সিটিজেনদের হয়ে জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ শিরোপা। এছাড়াও ছয়বার জিতেছিলেন এফএ কাপের শিরোপা। সিটিজেনদের হয়ে ৩৮৩ ম্যাচ খেলে করেছিলেন ২৬ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ৩৩ গোল।

২০১১ সালে প্রথম জাতীয় দলে ডাক পান ফার্নান্দিনহো। জাতীয় দলের জার্সিতে ৫৩ ম্যাচে করেছিলেন দুই গোল।

অ্যাথলেটিকো পারায়েন্সে যোগ দিয়ে ফার্নান্দিনহো বলেন, “ব্রাজিল ও বিদেশের বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল ঘরে ফিরে আসা এবং আথলেতিকোর হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করা।”

তিনি আরও বলেন, “আমি নিজের চাওয়া, আবারও আথলেতিকোর জার্সি পরা স্বপ্ন পূরণ করেছি। কেবল তিন ক্লাবেই ক্যারিয়ার শেষ করার দারুণ কাজটা করতে চেয়েছি: দুটি ইউরোপের এবং একটি ব্লাজিলের।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজি সভাপতির ইঙ্গিত, নেইমারকে বিক্রি করে দিতে পারে

পিএসজি সভাপতির ইঙ্গিত, নেইমারকে বিক্রি করে দিতে পারে

নেইমারের বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

নেইমারের বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

মার্সেলো-আলভেসকে নিজ ক্লাবে চান রোনালদো নাজারিও

মার্সেলো-আলভেসকে নিজ ক্লাবে চান রোনালদো নাজারিও

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে