স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে মার্কিন মুলুকের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দিয়েছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। তবে বেলকে দলে নেওয়ায় অবশ্য ক্লাবটিতেক জরিমানাও গুণতে হয়েছে। ইংলিশ তারকা ডেভিড বেকহামের দল ইন্টার মিয়ামিকে জরিমানা দিতে হয়েছে।
মার্কিন ফুটবল লিগ মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, মৌসুমের শুরুতেই ক্লাবগুলো কোন কোন ফুটবলারকে দলে ভেড়াতে আগ্রহী সেই তালিকা জমা দিতে হয়। লস অ্যাঞ্জেলস এফসির সেই তালিকায় ছিল না গ্যারেথ বেলের নাম। ইন্টার মিয়ামির তালিকায় ছিল গ্যারেথ বেলের নাম।
ইন্টার মিয়ামির আগ্রহের তালিকায় থাকা ফুটবলারকে দলে নেওয়ায় লস অ্যাঞ্জেলসকে জরিমানাকে মুখোমুখি হতে হয়েছে। এই কারণে লস অ্যাঞ্জেলসকে জরিমানা দিতে হবে ৭৫ হাজার ডলার।
তবে এই জরিমানার কারণে খুব বেশি ক্ষতিগ্রস্থ হবে না লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ। কারণ রিয়াল মাদ্রিদ থেকে বেশ কম বেতনেই গ্যারেথ বেলকে পাচ্ছে লস অ্যাঞ্জেলস এফসি।
ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে দিয়েছিল গ্যারেথ বেল। মাঝে অবশ্য এক মৌসুমে ধারে অবশ্য টটেনহ্যামে খেলেছিলেন বেল।
রিয়াল মাদ্রিদের হয়ে আট মৌসুমে ১৭৬ ম্যাচে ৮১ গোল করেছিলেন গ্যারেথ বেল। ওয়েলসের হয়ে ১০৬ ম্যাচে ৩৯ গোল করেছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর