বার্সেলোনায় নিজের নতুন শুরু চান ক্রিস্টেনসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৮ জুন ২০২২
বার্সেলোনায় নিজের নতুন শুরু চান ক্রিস্টেনসেন

২০২১-২২ মৌসুমে শেষ হয়েছে চেলসির সাথে অ্যান্দ্রেস ক্রিস্টিনসেনের চুক্তির মেয়াদ। গুঞ্জন আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা হতে যাচ্ছে তার ভবিষ্যত গন্তব্য। ইউরোপিয়ান গণমাধ্যম জানাচ্ছেন বার্সেলোনার সাথে কথা-বার্তা পাকা করেছেন ক্রিস্টেনসেন। শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।

চেলসির সাথে নতুন চুক্তি না হওয়ার বিষয়টি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ক্লাবটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিস্টেনসেনের ছবি পোস্ট করে ইতিমধ্যেই তাকে বিদায়ও বলেছে ক্লাবটি।

চেলসি বিদায় জানানোর পর স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিকেও ধন্যবাদ জানান ক্রিস্টেনসেন। তিনি বলেন, “মাত্র ১৬ বছর বয়সে আমি ডেনমার্ক ছেড়েছি। তখন আমার কাছে চেলসি ছাড়া আর কোনো বিকল্প ছিল না। চেলসির কারণেই আমি ডেনমার্ক ছাড়তে পেরেছিলাম।”

চেলসি যুব দলের হয়ে ক্যারিয়ার শুরু করা ক্রিস্টেনসেন দলটির হয়ে যুব এফএ কাপ ও যুব চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছেন। এছাড়াও মূল দলের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

ইউরোপ সেরা হওয়ার ওই মুহূর্তকেই চেলসিতে নিজের সেরা মুহূর্ত বলে জানান তিনি। এই বিষয়ে ক্রিস্টেনসেন বলেন, “গত বছর আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি। খেলোয়াড় হিসেবে এটা আমার জন্য গর্বের মুহূর্ত।”

তিনি আরও বলেন, “চেলসিতে আমি আমার শৈশবের ক্যারিয়ার শুরু করেছি। আমার আশা ভরসা ছিল এই চেলসি। আমি তাদের কাছে কৃতজ্ঞ।”

চেলসিতে এক দশক কাটানোর পর এটাই ক্লাব পরিবর্তনের সঠিক সময় ছিল বলে মনে করেন তিনি। বলেন, “ক্লাবে দারুণ এক দশক কাটানোর পর এটাই আমার জন্য ক্লাব ছাড়ার সঠিক সময় মনে হয়েছে। সবশেষ কয়েক মাস আমার জন্য কঠিন ছিল। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন ছিল। নতুন ক্লাবে সবকিছু নতুন করে শুরু করতে চাই।”

সবকিছু ঠিকঠাক থাকলে ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনাতেই নিজের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ক্রিস্টেনসেন। এই নিয়ে আগামী কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে ইউরোপের বিভিন্ন গণমাধ্যম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ডি ইয়ংকে ছাড়তে অর্থের সঙ্গে ম্যাগুয়েরকেও চায় বার্সেলোনা

ডি ইয়ংকে ছাড়তে অর্থের সঙ্গে ম্যাগুয়েরকেও চায় বার্সেলোনা

বিলবাওয়ের নতুন কোচ হচ্ছেন সাবেক কাতালান গুরু ভালভার্দে

বিলবাওয়ের নতুন কোচ হচ্ছেন সাবেক কাতালান গুরু ভালভার্দে

২০২২-২৩ মৌসুমে লা লিগায় প্রথম এল ক্ল্যাসিকো রিয়ালের মাঠে

২০২২-২৩ মৌসুমে লা লিগায় প্রথম এল ক্ল্যাসিকো রিয়ালের মাঠে

মার্চেন্ডাইজ ও টিভি স্বত্ব বিক্রি অনুমতি পেল বার্সেলোনা

মার্চেন্ডাইজ ও টিভি স্বত্ব বিক্রি অনুমতি পেল বার্সেলোনা