প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর থেকেই অ্যাঞ্জেল ডি মারিয়াকে দলে ভেড়ানোর দৌড়ে ছিল বার্সেলোনা ও জুভেন্টাস। পরবর্তী ঠিকানা বাছতে বার্সেলোনাকেই প্রাধান্য দিচ্ছিলেন মারিয়া। তবে স্প্যানিশ ক্লাবটির দেরী ও আচরণে বিরক্ত হয়ে জুভেন্টাসেই যাচ্ছেন তিনি।
২০২১-২২ মৌসুম শেষেই পিএসজির সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন ডি মারিয়া। এরপর থেকে তার পরবর্তী গন্তব্য হিসেবে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল।
তবে তার মাঝেই বার্সেলোনার আগ্রহ প্রকাশ করে ডি মারিয়াকে দলে ভেড়ানোর জন্য। বার্সেলোনার আগ্রহ দেখে মারিয়াও চাইছিলেন স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার জন্য।
কিন্তু বার্সেলোনা আগ্রহ দেখালেও আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাবই দেয়নি মারিয়াকে। স্প্যানিশ ক্লাবটির দেরী ও আচরণে রীতিমতো বিরক্ত এই আর্জেন্টাইন ফুটবলার।
কাতার বিশ্বকাপে দলে জায়গা নিয়ে ডি মারিয়ার মনে সংশয়!
এদিকে বার্সেলোনা আগ্রহ দেখানোর পর জুভেন্টাস আবারও প্রস্তাব দিয়েছে ডি মারিয়াকে। এই দফার প্রস্তাবে আগের চেয়ে বেতন বাড়ানো হয়েছে, মারিয়ার চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে।
এর আগে মৌসুমে ৪৫ লাখ ইউরো বেতনে মারিয়াকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল জুভেন্টাস। তবে এই প্রস্তাবে দুই বছরের সময় নিয়েই আপত্তি ছিল আর্জেন্টাইন ফুটবলারের।
শেষ কয়েকদিনে জুভেন্টাসের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে ডি মারিয়ার। শেষ পর্যন্ত দুই পক্ষই চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। ফলে বার্সেলোনাকে বাদ দিয়ে জুভেন্টাসের পথেই পা বাড়াচ্ছেন মারিয়া।
এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও খুব দ্রুতই সব হয়ে যাবে বলে জানা গেছে। ২০১৫ থেকে ২০২২, এই সাত বছর পিএসজিতে ছিলেন ডি মারিয়া। এ সময়ে ১৯৭ ম্যাচে তার গোল ৫৬টি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি