কিছুদিন আগেই নিলামে বিক্রি হয়েছিল ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড জার্সিটি। চলতি বছরে মে-তে বিক্রি হওয়া ওই জার্সিটি পেয়েছিল সবচেয়ে বেশি দামী জার্সির তকমা। এবার ম্যারাডোনার আরো একটি জার্সি নিলামে উঠতে যাচ্ছে। ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালের যে জার্সি পড়ে খেলেছিলেন সেটি নিলামে তুলতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়ানস অ্যাকশনস।
চলতি বছরের মে মাসে ১৯৮৬ বিশ্বকাপের সেমি-ফাইনালে করা হ্যান্ড অব গড জার্সিটি নিলামে তোলে যুক্তরাজ্যের একটি নিলামকারী প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় এবার উঠছে ম্যারাডোনার বিশ্বকাপ ফাইনাল জয়ের জার্সি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রয়াত সাংবাদিক হোসে মারিয়া মুনিয়েজের কাছ থেকে এই জার্সিটা তারা পেয়েছে। জার্সিটি ম্যারাডোনা তাকে স্বাক্ষর করতে দিয়েছে বলেও জানায় তারা।
জার্সিটিতে কালো মার্কার দিয়ে ম্যারাডোনা লিখেছেন, “হোসে মারিয়ার জন্য এটা। আমার ভালোবাসা নিও।”
#Maradona 1986 FIFA World Cup Final Match Issued jersey, signed and up for auction June 28th in Beverly Hills @ #juliensauctions.
— Julien's Auctions (@JuliensAuctions) June 11, 2022
Register and Bid @ https://t.co/t4ldWRoZUh#argentina #WorldCup #DiegoMaradona pic.twitter.com/TldPrOcKXf
বিশ্বকাপ ফাইনাল জয়ের জার্সি হলেও এটি নিয়ে সাধারণের মধ্যে নেই উৎসাহ। কারণ কিছুদিন আগেই ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অব গড জার্সিটি নিলামে ৯.২৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অনুষ্ঠিতব্য এই নিলামে শুধু ম্যারাডোনার জার্সি নয় উঠবে আরও অনেকের জার্সি। থাকবে রিয়াল মাদ্রিদে থাকাকালীন রোনালদোর একটি জার্সিও।
স্পোর্টসমেইল২৪/পিপিআর