রোমান আব্রামোভিচ চেলসিকে বিক্রি করে দেওয়ার পর টিম ম্যানেজমেন্টে আসছে একের পর এক পরিবর্তন। এরই ধারাবাহিকতায় এবার চেলসির টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছেড়েছেন দলটির সাবেক গোলরক্ষক পিটার চেক। এক বিবৃতিতে তার দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে চেলসি কর্তৃপক্ষ।
ইউক্রেনজুড়ে চলমান রাশিয়ান আগ্রাসনের কারণে চেলসিকে বিক্রি করতে বাধ্য হন রোমান আব্রামোভিচ। দলটি মালিকানা কিনে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোহেলি। এরপরেই দলটির চেয়ারম্যানের পদ ছাড়েন ব্রুস বাক।
২০১৯ সালে ফুটবলকে বিদায় জানানো পিটার চেককে সেই বছরই নিজেদের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয় চেলসি। তিন বছরের চুক্তিতে দলটির সাথে কাজ করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেনা-বেচাতে জড়িত ছিলেন সাবেক এই ফুটবলার। তবে নতুন মালিকানা আসার পর চুক্তির মেয়াদ না বাড়িয়ে দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি।
দায়িত্ব ছাড়ার সময় চেক বলেন, “সর্বশেষ তিন বছরে দলটির সাথে কাজ করতে পেরে আমি গর্বিত। নতুন মালিকানায় ক্লাবটি দারুণ করবে। আমার মনে হয়েছে, এটাই ক্লাব ছাড়ার উপযুক্ত সময়, তাই চলে যাচ্ছি।”
চেলসির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়ার আগে দলটির হয়ে ১১ বছর খেলেছিলেন তিনি। দলটির হয়ে এই সময়ে চ্যাম্পিয়নস লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগসহ মোট ১৩ শিরোপা জিতেছিলেন। ২০১৫ সালে ক্লাব ছাড়ার পর চার বছর খেলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল আর্সেনালে।
টড বোহেলি দায়িত্ব নেওয়ার পর চেলসি ছেড়েছেন চেয়ারম্যান বাক ব্রুস। এছাড়াও দলটির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মারিনা গ্রানোসকিভাও ছেড়েছেন নিজের দায়িত্ব। এবার চলে গেলেন পিটার চেকও।
স্পোর্টসমেইল২৪/পিপিআর