দুর্নীতির দায়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদ হারিয়েছেন সেপ ব্ল্যাটার। শুধু ফিফার সভাপতি পদ নয়, উয়েফা সভাপতি থেকেও পদত্যাগ করতে বাধ্য হয়েছিল মিশেল প্লাতিনি। ফুটবলের এই দুই প্রভাবশালী সংগঠককে সুইজারল্যান্ডে বিচারের মুখোমুখি হতে হয়েছে। এমন সময়ই ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দিকে অভিযোগের আঙুল তুলেছেন ব্ল্যাটার।
সুইজারল্যান্ডের আদালত সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনিকে ২০ মাসের স্থগিত কারাদণ্ড দিয়েছে। দুর্নীতির এই ঘটনার পর আরও বেশ কয়েকটি বিষয়টি বিষয়ে আদালতের মুখোমুখি হয়েছেন এই ফুটবল সংগঠক।
এমন সময়ই ফিফার বর্তমান সভাপতি ইনফান্তিনোর দিকে অভিযোগের আঙুল তুলেছেন সেপ ব্ল্যাটার। তিনি জানান, তাকে নিচে নামিয়ে আনতে কাজ করছেন ইনফান্তিনো।
বলেন, “আমি যখন এসেছিলাম (ফিফায়) তখন কিছুই ছিল না। আমি যখন পদ ছেড়ে চলে যাই আন্তর্জাতিক সংগঠন হিসেবে অর্থনৈতিক, সামাজিক ও সংস্কৃতিকভাবে অনেক উন্নতি করেছে। তবুও ইনফান্তিনো কেন আমাকে নিচে নামাতে চাচ্ছে বুঝতেছি না। এমনকি সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টাও চালাচ্ছে।”
বর্তমানে ফিফায় যা সাফল্য এসেছে তা তার গড়া ভিত্তিতেই হয়েছে বলে মনে করেন ব্ল্যাটার। বলেন, “ আমাকে টেনে হিচড়ে নামানোর চেষ্টা করতেছে। সে কাজ ভালো করতেছে কিন্তু সবই আমার গড়া ভিত্তির উপর দাঁড়িয়ে।”
হাজারো দুর্নীতির অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত জয়ী হবেন বলেও বিশ্বাস সেপ ব্ল্যাটারের। এমনকি ফিফার সভাপতি পদে আবারও ফেরার ব্যাপারে আশাবাদী সাবেক এই ফুটবল সংগঠন।
বলেন, “আমি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আমাকে চোর বানানো হয়েছে। আমি নিশ্চিত হাজারো ফুটবলার ও অন্যান্যরা বুঝতে পারবে আমি সঠিক ছিলাম। আমি এখনো আশা ছাড়ছি না।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর