লিভারপুলের সঙ্গে ছয় বছরের সম্পর্ক ছিন্ন করে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে গিয়েছেন সাদিও মানে। গুঞ্জন রয়েছে, বেতন নিয়ে বনিবনা না হওয়াতেই লিভারপুল ছেড়েছেন সেনেগাল স্ট্রাইকার।
কিন্তু এসব গুঞ্জন উড়িয়ে দিলেন মানের মুখপাত্র ব্যাকারি সিসে। তিনি বলেন, বেতন নয় বরং নতুন চ্যালেঞ্জের খোঁজেই লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে গিয়েছেন সাদিও মানে।
সিসে বলেন, "সাউদাম্পটন থেকে লিভারপুলে যাওয়ার সময়ে অনেক বেশি আয় করছিল মানে। ২০১৮ সালে সে (মানে) যে চুক্তি নবায়ন করেছিল তাতে বেতনের পরিমান সংবাদমাধ্যমে প্রচারিত অঙ্কের চেয়ে অনেক বেশি।"
সাদিও মানের মতো খেলোয়াড় চাওয়া অনুযায়ী বেতন পাবেন না এটা হতে পারে না বলে মত মুখপাত্রের। বলেন, "এগুলো সব মিথ্যা (গুঞ্জন)। সাদিও মতো এক মানের খেলোয়াড় যে বেতনের কথা বলেছে তা উপার্জন করতে পারে না, এসব কথা একদম সত্য নয়।”
বেতন নিয়ে মতবিরোধ, ৬০ মিলিয়ন পাউন্ডে সালাহকে ছাড়তে রাজি লিভারপুল
২০১৬ সালে আরেক ইংলিশ ক্লাব সাউদাম্পটন থেকে লিভারপুলের যোগ দিয়েছিলেন মানে। গুঞ্জন রয়েছে ২০১৮/১৯ সালে যে চুক্তি নবায়ন করেছিলেন সেখানে সপ্তাহে মাত্র ১০০,০০ পাউন্ড উপার্জন করছিলেন। মানের মতো খেলোয়াড়রা অন্যান্য ক্লাবে এর চেয়ে বেশি আয় করে।
সে কারণেই গুঞ্জন ছিল বেশি টাকার আয়ের জন্য লিভারপুল ছেড়েছেন মানে। তবে মানের মুখপাত্র গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তীহিন দাবি করলেন।
ছয় বছরের লিভারপুল ক্যারিয়ারে মানে ১৯৬ ম্যাচে ৯০ গোল করেছেন। এছাড়া অলরেডদের হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি প্রিমিয়ার লিগের শিরোপা রয়েছে তার ঝুলিতে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি