বার্সেলোনার ফ্রাংকি ডি ইয়ংকে চায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, এটা পুরোনো খবর। এক মাসের বেশি সময় ধরেই ডি ইয়ংকে দলে ভেড়ানোর চেষ্টা করে যাচ্ছে তারা। কিন্তু ডি ইয়ং যেতে রাজি নয়, আবার বার্সেলোনার সাথেও দাম নিয়ে বনিবনা হচ্ছে না।
তবে ম্যানচেস্টার ইউনাইটেড কিছুতেই হাল ছাড়তে রাজি নয়। অর্থনৈতিক সংকটে ভোগা বার্সেলোনাকে অর্থের লোভ দেখিয়ে ডাচ মিডফিল্ডারকে নিয়ে যেতে যায় ওল্ড ট্রাফোর্ডে। ইচ্ছা না থাকলেও আর্থিক দিক বিবেচনা করা বার্সেলোনাও ইউনাইটেডের প্রস্তাব বিবেচনা করছে।
তবে ম্যানইউর প্রস্তাবে ইয়ংয়ের জন্য দাম নিয়ে সন্তষ্ট নয় বার্সেলোনা। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী ইউনাইটেড ডাচ মিডফিল্ডারের জন্য দিতে চায় ৬ কোটি ৫০ লাখ। কিন্তু বার্সেলোনার দাবি ১০ কোটি।
দর কষাকষিতে যখন কিছুতেই দুই পক্ষ সম্মত হতে পারছে না তখন অন্য একটি প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডি ইয়ংয়ের জন্য অর্থের সঙ্গে ইউনাইটেডের কাছে ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে চায় বার্সেলোনা!
বিরক্ত বার্সেলোনা, চাইলে যেতে পারেন দেম্বেলে
অ্যায়াক্সের সাবেক কোচ এরিক টেন হাগ ওল্ড ট্রাফোর্ডে কোচ হয়ে আসার পর থেকেই ডি ইয়ংয়ের পিছনে বেশি করে লেগে আছে ইউনাইটেড। প্রথমে বার্সেলোনা আগ্রহী হলেও কোচ জাভি হস্তক্ষেপে যে যাত্রায় সরে আসে ক্লাবটি।
কিন্তু পরবর্তীতে শোনা যায়, আর্থিক দিক বিবেচনা করে ডি ইয়ংকে বিক্রি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। কিন্তু ইউনাইটেডের প্রস্তাবে শুধু দাম নিয়ে ঝুলে আছে পুরো বিষয়টি।
এর মধ্যে ইংলিশ সংবাদমাধ্যমে প্রচার হওয়া এই খবর ধোঁয়াশায় ফেলে দিবে কিউল সাপোর্টারদের। সাম্প্রতিক মৌসুমগুলোতে ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বেশি সমালোচিত ফুটবলারদের মধ্যে সবার উপরেই থাকবেন ম্যাগুয়ের। মাঠে তার কীর্তিকলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসাহাসি হয় প্রতিনিয়ত!
অথচ এমন একজন খেলোয়াড়কেই নাকি দলে চাইছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। বল নিয়ে অনেক দূর উঠতে পারেন ম্যাগুয়েরের এই দক্ষতায় নাকি জাভিকে আগ্রহী করে তুলেছে।
৩৪ বছর বয়সী পিকের ফর্ম পড়তির দিকে, উমতিতি বা লংলেকেও বিবেচনা করছেন না জাভি। এমন সময় একজন সেন্টার ব্যাক প্রয়োজন বার্সেলোনার। কিন্তু তাই বলে ম্যাগুয়েরকে চাইবে বার্সেলোনা সেটা অবাক করা বিষয়!
বার্সেলোনা কোচ জাভি বরাবরই ডি ইয়ংকে তার পরিকল্পনার গুরুত্বপুর্ণ অংশ হিসেবে অভিহিত করেছেন। অথচ তাকে দিয়েই অর্থের পাশাপাশি ইউনাইটডের সবচেয়ে সমালোচিত খেলোয়াড়কে চাইছে বার্সেলোনা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি