বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে যোগ দিবেন ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস। সেই ধারণায় সত্যি হতে চলেছে। পাঁচ বছরের জন্য গানারদের ডেরায় নাম লেখাবেন এই ব্রাজিলিয়ান। তাকে দলে নিতে গানারদের খরচ করতে হবে ৪৫ মিলিয়ন ইউরো।
২০২১-২২ মৌসুমের শীতকালীন দল-বদলে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় নাম লেখান স্ট্রাইকার পিয়েরে এরিক অবামেয়াং। এরপর থেকেই স্ট্রাইকার সংকটে ভুগছিল দলটি। সেই সংকট কাটিয়ে উঠতে দলটি জেসুসকে দলে নিতে আগ্রহী ছিল।
প্রাথমিকভাবে জেসুসকে বিক্রি করতে ৬৫ মিলিয়ন ইউরোর ট্যাগ লাগিয়েছিল ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত ৪৫ মিলিয়ন ইউরোতেই তাকে দলে ভেড়াচ্ছে আর্সেনাল।
আর্লিং হল্যান্ডকে সিটিজেনদের ডেরায় যোগ দেওয়ার পর থেকেই ম্যানচেস্টার সিটিতে জেসুসের ভবিষ্যত শঙ্কায় পড়েছিল। এই কারণে তিনি নিজেও দল ছাড়তে বেশ আগ্রহী হয়েছিলেন। শেষ পর্যন্ত ম্যানসিটি ছেড়ে যোগ দিচ্ছেন আর্সেনালে।
২০১৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লেখান গ্যাব্রিয়েল জেসুস। দলটিতে যোগ দেওয়ার পর প্রত্যাশামাফিক পারফর্ম করতে না পারার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এমনকি সর্বশেষ ২০২১-২২ মৌসুমেও প্রত্যাশামাফিক কিছুই করতে পারেননি তিনি।
জেসুসকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত হলেও এখনো রাফিনহার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি আর্সেনাল কর্তৃপক্ষ। লিডস ইউনাইটেডের সাথে এখনও এই ব্রাজিলিয়ানের বিষয়ে দরদাম করছে দলটি। চলতি দল-বদলে এখন পর্যন্ত চারজন ফুটবলারকে দলে নিয়েছে আর্সেনাল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর