কাতার বিশ্বকাপে সমর্থকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে কাতার সরকার। এরই অংশ হিসেবে এই বিশ্বকাপে থাকবে আলাদা গাড়ির ব্যবস্থা। সেই গাড়িগুলোতে থাকবে বিশ্বকাপের লোগো সম্বলিত নম্বর প্লেট। কাতারের জনগণকে ভুয়া নম্বর প্লেট ব্যবহার থেকে বিরত থাকতে বলেছে দেশটির সরকার।
ফিফার সাথে যৌথভাবে সমর্থক ও বিভিন্ন কর্মকর্তাদের চলাচলের জন্য গাড়ি ভাড়া করবে কাতার সরকার। সেই গাড়িগুলোতে লাগানো হবে ফিফা বিশ্বকাপের লোগো সম্বলিত বিশেষ নম্বর প্লেট।
কাতারের সাধারণ মানুষ অবশ্য সেই নম্বর প্লেট নিজেদের গাড়িতে লাগানোর সুযোগ পাচ্ছে। এর জন্য তাদেরকে খরচ করতে হবে দেড় মিলিয়ন কাতারি রিয়াল। লোগো সম্বলিত নম্বর প্লেট লাগালে সেই গাড়িগুলো ব্যবহার করা হবে বিশ্বকাপের কাজে।
সাধারণ মানুষ নম্বর প্লেটের এই সুবিধা নিয়ে যেন ভুয়া নম্বর প্লেট না লাগায় সেইদিকেও লক্ষ্য রাখতে চাচ্ছে কাতার সরকার। তারা জানিয়েছে, কেউ নিজেদের গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।
শুধু গাড়ি নয়, পণ্য বিক্রির ক্ষেত্রেও ফিফা বিশ্বকাপের লোগো ব্যবহার থেকে বিরত থাকতে বলেছে। চলতি বছরের মে মাসে পাঁচ কাতারি নাগরিককে বিশ্বকাপের লোগো ব্যবহার করে পারফিউম বিক্রির অভিযোগে গ্রেফতার করে কাতার পুলিশ। তবে ফিফা বিশ্বকাপের আসল জিনিস বিক্রি করতে কোনো বাঁধা নেই বলেও জানিয়েছে দেশটির সরকার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর