বার্সেলোনার সাবেক কোচ এর্নাস্তে ভালভার্দেকে নিজেদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিবে লা লিগার দল অ্যাথলেটিক বিলবাও। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও বিষয়টি এক রকম নিশ্চিত বলেই জানিয়েছে ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যম।
বার্সেলোনাকে টানা দুই লা লিগা শিরোপা জেতানো ভালভার্দেকে ২০২০ সালে হঠাৎই নিজেদের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই কোচিং থেকে দূরে ছিলেন এই স্প্যানিয়ার্ড।
গুঞ্জন ছিল, ২০২২-২৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলের দায়িত্ব নিয়ে কোচিংয়ে ফিরবেন তিনি। তবে প্রিমিয়ার লিগ নয় ভালভার্দে দায়িত্ব নিতে যাচ্ছেন স্প্যানিশ ক্লাব বিলবাওয়ের।
শনিবার (২৫ জুন) অ্যাথলেটিক বিলবাওয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হন জন উরিয়ার্তে। এই পদে নির্বাচন করার আগে নিজের ইশতেহারে তিনি জানিয়েছিলেন, নির্বাচিত হলে ভালভার্দেকে কোচ হিসেবে ফিরিয়ে আনবেন।
এই ইশতেহারের কারণে ২২ হাজার সদস্যের মধ্যে ৪৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উরিয়ার্তে। এরপর থেকেই ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যমগুলো জানাচ্ছে বিলবাওয়ের কোচ হচ্ছেন ভালভার্দে। যদিও এই নিয়ে এখনও কোনো কিছু খোলাসা করেনি ভালভার্দে বা বিলবাও কর্তৃপক্ষ।
বার্সেলোনার সাবেক কোচ ভালভার্দে এর আগেও দুইবার ক্লাবটির কোচের দায়িত্বে ছিলেন। বাস্ক অঞ্চলের এই কোচের উপর তৃতীয়বারের মতো ভরসা রাখতে চায় অ্যাথলেটিক বিলবাওয়ের নতুন সভাপতি। দুই মেয়াদে বাস্ক অঞ্চলের ক্লাবটিকে রেকর্ড ৩০৬ ম্যাচ কোচিং করিয়েছেন ভালভার্দে।
স্প্যানিশ ক্লাবগুলো মধ্যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ওসাসুনা ও অ্যাথলেটিক বিলবাও তাদের সদস্য দ্বারা পরিচালিত হয়। বাকি ক্লাবগুলোতে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর