ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দিচ্ছেন গ্যারেথ বেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৬ এএম, ২৬ জুন ২০২২
ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দিচ্ছেন গ্যারেথ বেল

রিয়াল মাদ্রিদের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে বেলের পরবর্তী ঠিকানা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। এমনকি খবর বেড়িয়েছিল, বেল নিজে কয়েকটি ক্লাবে প্রস্তাব দিয়ে হতাশ হয়েছেন। অবশেষে বেলের পরবর্তী ঠিকানা নিশ্চিত হয়েছে। মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিচ্ছেন গ্যারেথ বেল।

শেষ কয়েক বছরে মাঠের থেকে মাঠের বাইরেই বেশি সময় কেটেছে ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেলের। রিয়াল মাদ্রিদ একাদশে তো শেষদিকে ব্যাত্যই হয়ে পড়েছিলেন। এমনকি ওয়েলস বিশ্বকাপে যেতে না পারলে হয়তো অবসরও নিয়ে নিতে পারতেন।

তবে নতুন ঠিকানা পেলেও ইউরোপে আর থাকা হচ্ছে না বেলের। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নতুন ঠিকানা হচ্ছে বেলের, খেলবেন লস অ্যাঞ্জেলেস এফসি ক্লাবের হয়ে।

যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে বেলের চুক্তি আপাতত ১২ মাসের, শর্ত সাপেক্ষে আরও ১৮ মাস চুক্তিটা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে।

ভারতের মোহনবাগানে খেলবেন পল পগবার ভাই

তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে দুই বছর আগেই আগ্রহ প্রকাশ করেছিলেন বেল। ২০২০ সালেই এক পডকাস্টে বেল বলেছিলেন, "আমার মনে হয় এখন অনেক খেলোয়াড়ই যুক্তরাষ্ট্রে যেতে চায়, খেলতে চায়। আমি নিশ্চিতভাবেই তেমন প্রস্তাবে আগ্রহী থাকব। ছুটির সময়ে লস অ্যাঞ্জেলেসে যেতে আমার ভালোই লাগে।"

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও খুব দ্রুত আসার কথা। তবে এখনই বেলকে নিবন্ধন করাতে পারছে না লস অ্যাঞ্জেলেস এফসি। চলতি বছুরের ৭ জুলাই দ্বিতীয় ভাগের দলবদল মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হবে যুক্তরাষ্ট্রে। তখন বেলকে নিবন্ধন করাতে পারবে ক্লাবটি। পরের দিন ৮ জুলাই এলএ গ্যালাক্সির বিপক্ষে লস অ্যাঞ্জেলেসের হয়ে অভিষেক হতে পারে বেলের।

২০১৩ সালে টটেনহাম থেকে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বেলকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের জার্সিতে ২৫৮ ম্যাচে ১০৬ গোল করেছেন বেল, করিয়েছেন ৬৭টি। নয় বছরের রিয়াল ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ও লা লিগা লিগ জিতেছেন তিনবার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজি ছাড়তে ক্ষতিপূরণের পুরো টাকাই চান পচেত্তিনো

পিএসজি ছাড়তে ক্ষতিপূরণের পুরো টাকাই চান পচেত্তিনো

বেতন নিয়ে মতবিরোধ, ৬০ মিলিয়ন পাউন্ডে সালাহকে ছাড়তে রাজি লিভারপুল

বেতন নিয়ে মতবিরোধ, ৬০ মিলিয়ন পাউন্ডে সালাহকে ছাড়তে রাজি লিভারপুল

ফার্নান্দিনহোর পরিবর্তে ৫৭০ কোটির খেলোয়াড় কিনছে ম্যানসিটি

ফার্নান্দিনহোর পরিবর্তে ৫৭০ কোটির খেলোয়াড় কিনছে ম্যানসিটি

পদ্মা সেতু: বাড়বে বিসিবির দৃষ্টি, গতিশীল হবে দক্ষিণাঞ্চলের ক্রিকেট

পদ্মা সেতু: বাড়বে বিসিবির দৃষ্টি, গতিশীল হবে দক্ষিণাঞ্চলের ক্রিকেট