কোচ হিসেবে আর্জেন্টাইন মারিসিও পচেত্তিনোকে আর রাখতে চায় না ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), এটা নিশ্চয় জানা খবর। কিন্তু তাকে বিদায় দিতে গিয়ে ঝামেলায় পড়েছে ক্লাবটি। চুক্তি অনুযায়ী পচেত্তিনোকে এখন বিদায় দিতে গেলে দেড় কোটি ইউরো দিতে হবে, পিএসজি দিতে চায় এক কোটি। কিন্তু পচেত্তিনোর সাফ কথা, দেড় কোটি ইউরোর এক পয়সাও কম নেবেন না।
২০২১-২২ চ্যাম্পিয়নস লিগে হারের পরেই অন্দরমহল ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল পিএসজি। এছাড়া গুঞ্জন আছে, চুক্তি নবায়নের সময় একগাদা শর্ত দিয়েছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তার মধ্যে কোচ হিসেবে পচেত্তিনোকে বিদায় দেওয়া ছিল অন্যতম।
পিএসজিও সেই পথেই আগাচ্ছে। ইতিমধ্যে ক্রীড়া পরিচালক পদে বদল এনেছে। পচেত্তিনোর জায়গায় নতুন কোচের ব্যাপারের অনেক দূর এগিয়েছে তারা।
তবে পচেত্তিনোর সঙ্গে চুক্তি অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় দিতে হলে ক্ষতিপুরণ হিসেবে দেড় কোটি ইউরো দিতে হবে। সেটা এক কোটি করার চেষ্টা করছে পিএসজি। কিন্ত তাতে রাজি নন পচেত্তিনো। ক্ষতিপূরণের পুরো টাকাই চাই তার!মাত্র দেড় মৌসুমেই সাবেক হতে যাওয়া কোচ পচেত্তিনোর অধীনেই লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে পিএসজি। কিন্তু তাকে কোচ করার আসল উদ্দেশ্য চ্যাম্পিয়নস লিগ, সেটাই জেতাতে পারেননি তিনি।
জিদানের সঙ্গে কোচ হওয়ার ব্যাপারে কথাই বলেননি পিএসজি সভাপতি
পেশাদার কোচিং ক্যারিয়ারে কোনো শিরোপা না জেতা পচেত্তিনোর জায়গায় লিলের ক্রিস্তোফ গালতিয়েরকে কোচ করতে চায় পিএসজি। কিন্তু সেজন্য আগে তো পচেত্তিনোকে বিদায় করতে হবে। সে পথেই তো হয়েছে ঝামেলা!
লিলের কোচ হিসেবে ২০২০-২১ মৌসুমে পিএসজির কাছে লিগ ওয়ানের শিরোপা কেড়ে নিয়েছিলেন এই গালতিয়ের। শেষ মৌসুমে নিসের কোচ হিসেবেও পিএসজিক ভুগিয়েছেন তিনি। তার হাতেই মেসি-এমবাপ্পেদের ছেড়ে দিতে চায় পিএসজি। আশা, যদি চ্যাম্পিয়নস লিগটা ঘরে আসে!
২০২১ সালে পিএসজির কোচের দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। মাত্র দেড় মৌসুমেই তাকে বিদায় করে দিচ্ছে ফরাসি ক্লাবটি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি