নির্বাচিত কমিটির মেয়াদ দুই বছর পেরিয়ে গেলেও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচন দেননি সেই সময়ের সভাপতি প্রফুল্ল প্যাটেল। বাধ্য হয়েই তাই এআইএফএফের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তাদের গঠন করা কমিটি দিয়ে চলছে এআইএফএফ।
এআইএফএফে ভারতীয় সরকারের এই হস্তক্ষেপ মোটেও ভালো চোখে দেখছে না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবলের অভিভাবক এএফসি। কারণ, কোনো দেশের ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপ মেনে নেয় না এই দুই প্রতিষ্ঠান।
তাই স্বাভাবিকভাবেই ভারতকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার শঙ্কা দেখা দেয়। তবে সেই শঙ্কা কেটে গেছে। ভারত সফর শেষে ফিফা ও এএফসির প্রতিনিধি দল জানিয়েছে নিষেধাজ্ঞা এড়াতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে হবে এআইএফএফের নির্বাচন।
ভারতীয় সুপ্রিম কোর্ট এআইএফএফের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পরই ভারত সফরে আসে। সেখানে ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর ও অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক করে। সেই বৈঠকের পরই ফিফা ও এএফসি এই সিদ্ধান্ত দেয়।
এই প্রথমবার টানা দুইবার এএফসি এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে ভারতীয় দল। ফিফার নিষেধাজ্ঞায় পড়লে হয়তো এশিয়ান কাপ থেকে বাদ পড়তে পারে ভারত। সেই শঙ্কায় হয়তো খুব দ্রুতই নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করবে দায়িত্ব প্রাপ্ত বর্তমান কমিটি।
ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা জানাতে বলেছে। চলতি বছরের ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধির হাতে দায়িত্ব তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ না মানলে আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখোমুখি পরতে পারে দেশটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর