২০২২-২৩ মৌসুমে লা লিগায় প্রথম এল ক্ল্যাসিকো রিয়ালের মাঠে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০১ পিএম, ২৪ জুন ২০২২
২০২২-২৩ মৌসুমে লা লিগায় প্রথম এল ক্ল্যাসিকো রিয়ালের মাঠে

আসন্ন ২০২২-২৩ মৌসুমের জন্য সূচি প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ। লা লিগার সূচিতে ফুটবল অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এল ক্ল্যাসিকো। তুমুল আগ্রহের এল ক্ল্যাসিকোর প্রথমটি আয়োজিত হবে রিয়াল মাদ্রিদের মাঠে সান্তিয়াগো ব্যার্নাব্যুতে।

লা লিগায় নিজেদের প্রথম রাউন্ডে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আলমেরিয়া ও বার্সেলোনার প্রতিপক্ষ রায়ো ভায়োকানো। এই দুই দলই ২০২২-২৩ মৌসুমে প্রথম বিভাগ থেকে শীর্ষ লিগে ফিরেছে।

লা লিগার নবম রাউন্ডে অনুষ্ঠিত হবে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। চলতি বছরের ১৫ কিংবা ১৬ অক্টোবর রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো ব্যার্নাব্যুতে মুখোমুখি হবে দুই দল।

ফিরতি লেগে ২৬তম রাউন্ডে ২০২৩ সালের ১৮ কিংবা ১৯ মার্চ অনুষ্ঠিত হবে লা লিগার দ্বিতীয় এল ক্ল্যাসিকো। বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ।

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদের স্মৃতিতে ভেসে আসবে দুস্বপ্ন। চলতি বছরের ২০ মার্চ দু’দলের সর্বশেষ দেখায় ৪-০ গোলের জয় পেয়েছিল বার্সেলোনা। সেটাও কি-না রিয়ালের ঘরের মাঠে।

বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও রিয়ালের লা লিগা শিরোপা জিততে কোনো অসুবিধাই হয়নি। সর্বশেষ মৌসুমে লা লিগার পাশাপাশি তাদের ঘরে উঠেছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা। বিপরীতে নিজেদের ট্রফি কেসে নতুন কোনো শিরোপা তুলতে পারেনি বার্সেলোনা।

লা লিগার শেষ রাউন্ডে বার্সেলোনার প্রতিপক্ষ সেল্টা ভিগো। প্রতিপক্ষের মাঠে খেলবে কাতালানরা। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শেষ রাউন্ডের ম্যাচে নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে আতিথ্য দিবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

জিদানের সঙ্গে কোচ হওয়ার ব্যাপারে কথাই বলেননি পিএসজি সভাপতি

জিদানের সঙ্গে কোচ হওয়ার ব্যাপারে কথাই বলেননি পিএসজি সভাপতি

রিয়ালে থাকার বিষয়টি নিশ্চিত করলেন ভিনিসিয়াস

রিয়ালে থাকার বিষয়টি নিশ্চিত করলেন ভিনিসিয়াস

গাম্পার ট্রফিতে এবার মরিনহোর রোমার বিপক্ষে খেলবে বার্সেলোনা

গাম্পার ট্রফিতে এবার মরিনহোর রোমার বিপক্ষে খেলবে বার্সেলোনা

'ভাই' মার্সেলোর বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর

'ভাই' মার্সেলোর বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর