কাতার বিশ্বকাপের দলে খেলোয়াড় বাড়ানোর সুযোগ দিচ্ছে ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৪ জুন ২০২২
কাতার বিশ্বকাপের দলে খেলোয়াড় বাড়ানোর সুযোগ দিচ্ছে ফিফা

চলতি বছরের নভেম্বরে পর্দা উঠবে ২০২২ কাতার বিশ্বকাপের। বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোকে স্কোয়াডে খেলোয়াড় বাড়ানোর সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

মধ্যেপ্রাচ্যের অত্যাধিক গরমের কথা চিন্তা করে প্রথা ভেঙে এবারের বিশ্বকাপ শীতকালে আয়োজন করেছে ফিফা। এছাড়া ক্লাব ফুটবলের মৌসুমের মাঝামাঝি এবারের বিশ্বকাপ যখন শুরু হবে।

সব মিলিয়ে ফুটবলারদের ইনজুরি সহ নানাবিধ সমস্যায় পড়তে হতে পারে। এ কারণেই বিশ্বকাপ স্কোয়াডে তিন জন বাড়িয়ে ২৬ জন খেলোয়াড় নেওয়ার সুযোগ দিয়েছে ফিফা। যে সংখ্যাটা আগে ছিল ২৩! চলতি বছরের ১৩ নভেম্বরের মধ্যে এই স্কোয়াড জমা দিতে হবে দলগুলোকে।

এছাড়া ফিফা কাছে জমা দেওয়া প্রাথমিক স্কোয়াডেও খেলোয়াড় বাড়াতে পারবে দলগুলো। আগে যেখানে ৩৫ জন খেলোয়াড়কে প্রাথমিক স্কোয়াডে রাখতে পারতো, সেখানে এখন ৫৫ জন খেলোয়াড়কে প্রাথমিক স্কোয়াডে রাখা যাবে।

কোস্টারিকাকে দিয়ে পূর্ণ হলো বিশ্বকাপের দল, দেখে নিন কোন গ্রুপে কারা

২৬ জনের স্কোয়াডে কেউ ইনজুরিতে পড়লে শুধু মাত্র বাকি থাকা ২৯ জনের মধ্যে থেকে খেলোয়াড় নিতে পারবে বিশ্বকাপে আসা দলগুলো। এছাড়া ওই ২৬ জনের বাইরে আর কেউই ম্যাচের দিন মাঠে আসতে পারবে না।

এছাড়া করোনা প্রাদুর্ভাবে ম্যাচ চলাকালীন চারজনের জায়গায় পাঁচজন খেলোয়াড় বদলানোর সুযোগ দিয়েছিল ফিফা। সেটাকে স্থায়ী করেছে তারা। অর্থাৎ বিশ্বকাপেও প্রতি ম্যাচে পাঁচ জন খেলোয়াড় বদলাতে পারবে দলগুলো।

চলতি বছরের ২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ২২তম বিশ্বকাপের। ফাইনাল সহ ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বকাপে। গ্রুপ পর্বে ৪৮টি ম্যাচ খেলবে ৮ গ্রুপের ৩২টি দল।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি

কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি

পিএসজি সভাপতির ইঙ্গিত, নেইমারকে বিক্রি করে দিতে পারে

পিএসজি সভাপতির ইঙ্গিত, নেইমারকে বিক্রি করে দিতে পারে

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি চার ধাপ

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি চার ধাপ

পাঁচ বছর পর অস্ট্রেলিয়া টেস্ট দলে মাক্সওয়েল

পাঁচ বছর পর অস্ট্রেলিয়া টেস্ট দলে মাক্সওয়েল