কোচ তেভেজের চোখ ডি মারিয়ার দিকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৩ জুন ২০২২
কোচ তেভেজের চোখ ডি মারিয়ার দিকে

দিন কয়েক আগেই আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো। ক্লাবের দায়িত্ব নিয়েই ইতিমধ্যেই দল নিয়ে কাজও শুরু করেছেন। এই দায়িত্ব নিয়েই তেভেজের চাওয়া আর্জেন্টাইন তারকা ডি মারিয়া যোগ দিক তার ক্লাবে।

আর্জেন্টিনা একসাথে বহু ম্যাচে খেলেছেন ডি মারিয়া ও কার্লোস তেভেজ। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে কোচিংয়ে নাম লিখিয়েছেন কার্লোস তেভেজ। এদিকে ২০২২ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে প্রস্তুত অ্যাঞ্জেল ডি মারিয়া। 

ক্যারিয়ারের শেষ সময়ে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরার ইচ্ছা পোষণ করেছিলেন বহু আগেই। এ কারণেই ডি মারিয়াকে নিজ দলে নেওয়ার চেষ্টাটা করতে চান কার্লোস তেভেজ।

২০২১-২২ মৌসুমের পরই পিএসজির সাথে শেষ হয়েছে ডি মারিয়ার চুক্তির মেয়াদ। গুঞ্জন আছে যোগ দিতে পারেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন বলেই হয়তো এখনই ইউরোপ ছাড়তে চাচ্ছেন না এই ফুটবলার।

তবে বিশ্বকাপের পরের মৌসুমেই রোজারিও সেন্ট্রালে ডি মারিয়াকে চাওয়া তেভেজের। এই বিষয়ে তেভেজ বলেন, “আমি এখনও ডি মারিয়ার সাথে কথা বলিনি। আশা করি সে আসবে। তাকে সবাই চায়, আমিও ব্যতিক্রম না।”

এখনও কথা না বললেও ডি মারিয়াকে নিজ দলে আনার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকুই করবেন বলে জানিয়েছেন তিনি। বলেন, “আমি তাকে ফোন করবো। সেখানেই কথা হবে। সে আসলে আমাদের দলের তরুণ ফুটবলাররা অনেক অভিজ্ঞতা পাবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে দেখে শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল তাগলিয়াফিকোর

মেসিকে দেখে শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল তাগলিয়াফিকোর

পারেদেসকে খুন করতে চেয়েছিলেন মেসি!

পারেদেসকে খুন করতে চেয়েছিলেন মেসি!

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

‘মেসি অসাধারণ খেলোয়াড়, তবে ম্যারাডোনার মতো নেতা নন’

‘মেসি অসাধারণ খেলোয়াড়, তবে ম্যারাডোনার মতো নেতা নন’