দীর্ঘদিন ধরেই ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সর্বশেষ এশিয়ান কাপ বাছাইপর্বেও সেই ধারা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। এর প্রভাবে ফিফা র্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
সম্প্রতি শেষ হওয়া ফিফা আন্তর্জাতিক সূচি শেষে দলগুলো পারফর্মেন্সের উপর ভিত্তি করে বৃহস্পতিবার (২৩ জুন) নতুন র্যাঙ্কিং প্রকাশ করে ফিফা। সেখানেই ১৮৮ থেকে পিছিয়ে ১৯২ তে অবস্থান করছে বাংলাদেশ দল।
আন্তর্জাতিক সূচিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে সেই ভালোকিছু মালেয়শিয়ায় এশিয়ান কাপ বাছাইপর্বে করতে পারেনি হ্যাভিয়ের ক্যাবরেরার দল। এশিয়ান কাপ বাছাইপর্বে কোনো জয় না পেয়েই দেশে ফিরতে হয়।
এশিয়ান কাপ বাছাইপর্বের সবগুলো ম্যাচ হারলেও বাহরাইনের বিপক্ষে লড়াকু খেলেছিল বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়।
শেষ পর্যন্ত টানা ব্যর্থতার কারণে আরও একবার ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান থাকছে ১৯২তম স্থানে।
দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ভারত, ১০৪তম অবস্থান তাদের। আর সবচেয়ে পেছনে পাকিস্তান, ১৯৬তম স্থানে আছে তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর